E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘কানাডার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বিএনপি’

২০২৫ জুন ৩০ ১২:১৩:৫৯
‘কানাডার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বিএনপি’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কানাডার সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ককে আরও গতিশীল করতে আগ্রহী বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (২৯ জুন) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে দলের মহাসচিবের এক ঘণ্টারও বেশি সময় ধরে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ বৈঠকে আসন্ন নির্বাচন প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত কথা হয়েছে।

তিনি বলেন, আসন্ন নির্বাচন প্রস্তুতি, সরকারের ভূমিকা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি এবং বিএনপির অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে নির্বাচন কমিশনে কানাডার পক্ষ থেকে সহযোগিতার বিষয়েও কথা হয়েছে এবং কানাডা এ বিষয়ে কাজ করতে প্রস্তুত।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে কৃষি, আইটি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কানাডার সঙ্গে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি বলেন, কানাডার উন্নত কৃষি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কৃষি সম্প্রসারণ কর্মসূচিতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে, যা বাংলাদেশের কৃষিখাতকে আরও আধুনিক করতে সাহায্য করবে।

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ আইটি খাতে উচ্চশিক্ষা গ্রহণ করছে। এ ক্ষেত্রে কানাডার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে সহযোগিতার পাশাপাশি, বিএনপির সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থার পরিকল্পনার বাস্তবায়নে কানাডার সম্ভাব্য সহায়তা নিয়েও আলোচনা হয়েছে। এ ব্যবস্থায় প্রতিটি নাগরিকের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং দরিদ্রদের জন্য উন্নত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তার দলের অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য পারস্পরিক সম্মান, স্বার্থ রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা অত্যন্ত জরুরি। এ বিষয়গুলো নিশ্চিত হলেই সম্পর্ক আরও সহজ ও শক্তিশালী হবে বলে তিনি মনে করেন।

নির্বাচন নিয়ে চলমান বিতর্কের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি তো নির্বাচন হবে না এমন কোন লক্ষণ দেখতেছি না, তো শুধু শুধু প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার তো নেই।

তিনি আরও যোগ করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত থাকতেই পারে, তবে এটি স্বাভাবিক এবং দ্বিমত পোষণ করা সবার অধিকার।

(ওএস/এএস/জুন ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test