E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশে মানবাধিকার রক্ষায় বিদেশি কার্যালয় স্থাপন সার্বভৌমত্বে হস্তক্ষেপ’

২০২৫ জুলাই ০৮ ১৬:৩৮:৩১
‘দেশে মানবাধিকার রক্ষায় বিদেশি কার্যালয় স্থাপন সার্বভৌমত্বে হস্তক্ষেপ’

স্টাফ রিপোর্টার : দেশে মানবাধিকার রক্ষার জন্য বিদেশি কার্যালয়ের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।  

তিনি বলেন, যেখানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রকৃত উদ্বেগ রয়েছে, সেখানে জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় না।

অথচ বাংলাদেশে তারা কার্যালয় স্থাপন করতে চাইছে, যেটি আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ।

মঙ্গলবার (০৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতিসংঘের প্রস্তাবিত মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম আবরার বলেন, আমরা বাংলাদেশে জাতিসংঘের কোনো মানবাধিকার কার্যালয় চাই না। আমাদের রাষ্ট্রের নিজস্ব সংবিধান, আইন-আদালত, মানবাধিকার কমিশন ও সচেতন জনগণ রয়েছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এ ধরনের কার্যালয় স্থাপন করলে তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাতে পারে।

এ সময় আরো বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের অন্য নেতারা।

তারা বলেন, বিভিন্ন দেশে যখন গণহত্যা, নিপীড়ন ও নির্যাতন চলে, তখন জাতিসংঘ সেখানে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না। অথচ বাংলাদেশে, যেখানে রাষ্ট্রীয়ভাবে মানবাধিকারের বিষয়ে অগ্রগতি রয়েছে, সেখানে অনুরোধ ছাড়াই একটি মানবাধিকার কার্যালয় স্থাপন করতে চায় তারা।

এই ধরনের কার্যালয়ের আড়ালে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো তাদের গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাতে পারে। এর মাধ্যমে বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতাকে টার্গেট করা হতে পারে বলেও মানববন্ধনে বলেন নেতারা।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test