E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জামায়াতের এবারের চীন সফর গুরুত্বপূর্ণ’

২০২৫ জুলাই ০৯ ১২:২১:১৮
‘জামায়াতের এবারের চীন সফর গুরুত্বপূর্ণ’

স্টাফ রিপোর্টার : বিএনপির একাধিক সফরের পর এবার চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃতত্বে উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি চীন সরকারের আমন্ত্রণে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এই সফরকে ’গুরুত্বপূর্ণ’ বলে আখ্যা দিয়ে বুধবার তিনি জাগো নিউজকে বলেন, সফরে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলোচনা হবে, যা ‘জামায়াত এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ’।

এটা দল হিসেবে জামায়াত ইসলামীর দ্বিতীয় চীন সফর বলে জানান গোলাম পরওয়ার।

তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে চীন সরকার জামায়াতের এই প্রতিনিধি দলকে আমন্ত্রণ জনিয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় চীনের দূতাবাস জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফরের প্রাক্কালে এক সংবর্ধনার আয়োজন করে।

প্রতিনিধি দলের নয় জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এর আগে গত বছরের সেটেম্বরে জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের ১০ জন নেতাসহ আরও ৪টি ইসলামী দলের একটি প্রতিনিধিদল চীন সফরে করেন। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

এদিকে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত মাসে বিএনপির একটি বৃহৎ প্রতিনিধি দল দেশটি সফর করে। চলতি বছরের শুরুতে বিএনপির আরও দুটি প্রতিনিধি দল চীন সফর করে।

(ওএস/এএস/জুলাই ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test