E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফেসবুকে স্ট্যাটাস

গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের ২ নেতার পদত্যাগের ঘোষণা  

২০২৫ জুলাই ১২ ১৯:১৭:০৫
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের ২ নেতার পদত্যাগের ঘোষণা  

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি থেকে ২ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটার্স দিয়ে পদত্যাগের ঘোষনা দিয়েছে। এরা হলেন- গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও ৪র্থ বর্ষের শিক্ষার্থী জাহিমুর রহমান জিসান এবং সাংগঠনিক সম্পাদক ও ৩য় বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক রহমান ঈসান।

শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে তারা তাদের ফেসবুকে পৃথকভাবে হুবহু স্ট্যাটার্স দিয়ে পদত্যাগের ঘোষনা দেন।

সেখানে তারা লেখেন, আমরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে নিজেদেরকে অরাজনৈতিক মানুষে পরিনত করলাম। ব্যক্তিগতভাবে আমরা যে আদর্শ চেয়েছিলাম, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে সেই আদর্শের সাথে বর্তমান পরিস্থিতি সাংঘর্ষিক। দেশের পরিস্থিতি বিবেচনায় আগামীতে সেটার কতটুকু সফলতা থাকে, সেটাতেও প্রশ্নবোধক চিহ্ন। যেই আদর্শ নিয়ে জুলাই বিপ্লব হয়েছিলো, সেই শহীদের রক্তের সাথে কোন গাদ্দারী আমরা মেনে নিতে পারব না, সম্ভবও না। দেশের জন্য কাজ করতে কোন দলীয় পদবীর প্রয়োজন নেই, দেশকে যে ভালবাসে সেই সন্তান। দেশের প্রয়োজনে সদা বলিয়ান। সাধারণ জনতার কাতারে থেকেই দেশের ভাল দেখতে চাই এবং প্রত্যাশা করি পরবর্তীতে দেশের শাসন ব্যবস্থা যার হাতেই উঠুক তার যেন, নিজেদের দেশের শাসক না সেবক মনে করে।

এ ব্যাপারে জানাতে চাওয়া হলে ছাত্রদল নেতা জাহিমুর রহমান জিসান বলেন,ব্যক্তিগত ও পরিবারিক কারণে ফেসবুকে স্ট্যাটার্স দিয়ে পদত্যাগের ঘোষনা দিয়েছি। এখনো তিনি পদত্যাগপত্র দেননি জানিয়ে বলেন, ক্যাম্পাসের কিছু ছাত্র সংগঠনের চাপে এ সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ৫ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এ কমিটি থেকে ২ জন ফেসবুকে স্ট্যাটার্স দিয়ে পদত্যাগের ঘোষনা দিয়েছেন।

পদত্যাগের ঘোষনার বিষয়ে ইশতিয়াক রহমান ঈসান বলেন, আমি প্রথম ফেসবুকে স্ট্যাটার্স দেই। সেটা দেখে জাহিমুর রহমান জিসান স্ট্যাটার্স দিয়েছে। এ কারণে হুবহু স্ট্যাটার্স হয়েছে। জুলাই বিপ্লবের প্রত্যাশা পুরণ হয়নি। তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষনা দিয়েছি। অফিসালভাবে দ্রুত পদত্যাগপত্র জমা দেব।

মেডিকেল কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাফি বলেন, ওই ২ নেতা ফেসবুকে স্ট্যাটার্স দিয়ে পদত্যাগের ঘোষনা দিয়ে দলীয় শৃংখলা ভঙ্গ করেছে। আমরা এখনো কোন পদত্যাগপত্র পাইনি। তবে এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। কোন সংগঠনের চাপের মুখে পদত্যাগ করেছে কি না ? সেটা আমরা খতিয়ে দেখছি। দলের হাইকমান্ডকে বিষয়টি জানানো হবে। তাদের সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(টিবি/এসপি/জুলাই ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test