E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা ১৭ জুলাই

২০২৫ জুলাই ১৬ ১৯:২৬:৩৩
রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা ১৭ জুলাই

একে আজাদ, রাজবাড়ী : জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই দিন জেলা শহরে পদযাত্রা শেষে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হবে।

জাতীয় নাগরিক পার্টি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পদযাত্রা ও একটি পথসভায় অংশ নেবেন। এরপর দুপুরে তারা রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৩টায় রাজবাড়ীতে প্রবেশ করবেন নেতৃবৃন্দ, যাদের গোয়ালন্দ মোড়ে স্থানীয় নেতারা সংবর্ধনা জানিয়ে গ্রহণ করবেন। সেখান থেকে নেতারা বড়পুল মোড় হয়ে পদযাত্রা শুরু করবেন এবং পদযাত্রা শেষে শহরের ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে পথসভা করবেন।

পথসভায় সভাপতিত্ব করবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ীর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণ-অভ্যুত্থানের এক দফা দাবির ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ; উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম; এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী; সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ; সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন; সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, ডা. তাজনুভা জাবীন; দক্ষিণ অঞ্চলের সংগঠক মো. আতাউল্লাহ; এছাড়াও কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।
এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে রাজবাড়ীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার প্রতিটি উপজেলায় মাইকিং, পোস্টারিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

রাজবাড়ী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, ‘পদযাত্রা ও সমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপি জনগণের কাছে গিয়ে তাদের মনোভাব বোঝার চেষ্টা করছে। নিপীড়িত মানুষকে সঙ্গে নিয়েই এনসিপি এগিয়ে যাবে।’

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা সাইয়েদ জামিল জানান, ‘রাজবাড়ীতে এনসিপির পদযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতৃবৃন্দ দুপুর ৩টায় ফরিদপুর সফর শেষে রাজবাড়ীতে আসবেন। গোয়ালন্দ মোড়ে তাদের অভ্যর্থনা জানানো হবে। সেখান থেকে বড়পুল মোড় হয়ে পদযাত্রা শুরু করে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হবে। এতে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করা যাচ্ছে।’

পদযাত্রায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে একটি ফেসবুক স্ট্যাটাস দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা।

(একে/এসপি/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test