E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কানায় কানায় পূর্ণ জামায়াতের সমাবেশ

২০২৫ জুলাই ১৯ ১৪:৩১:০৩
কানায় কানায় পূর্ণ জামায়াতের সমাবেশ

স্টাফ রিপোর্টার : সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বিশাল জনসভায় পরিণত হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এ সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মী ও সমর্থকদের ঢলে উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

শনিবার (১৯ জুলাই) সমাবেশ শুরুর নির্ধারিত সময় দুপুর ২টার ৬ ঘণ্টা আগেই, অর্থাৎ ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে ওঠে। উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়কগুলোতেও হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাজধানী অভিমুখী বাস, ট্রেন ও লঞ্চে করে আগত জামায়াতের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। তাদের অনেকের হাতে দলীয় প্রতীক 'দাঁড়িপাল্লা' শোভা পাচ্ছে। এছাড়াও দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে এসেছেন বহু নেতাকর্মী। রমনা গেট থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হতে দেখা যায়, যেখানে প্রবেশ করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সমাবেশ সফল করতে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। ভোর থেকে সমাবেশের আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্পটে তাদের দেখা গেছে। একই ধরনের ড্রেস পরিহিত এ স্বেচ্ছাসেবকরা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন এবং কোন অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন, তা বুঝিয়ে দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়ছে, যা পুরো রাজধানীকে এক ভিন্ন রূপে উপস্থাপন করেছে।
(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test