E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সরকার কখনো বলেনি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় না’

২০২৫ জুলাই ২৫ ০০:৩৯:১৬
‘সরকার কখনো বলেনি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় না’

স্টাফ রিপোর্টার : ভারতের মেডিকেল টিমের উপস্থিতি বাংলাদেশ ইতিবাচক হিসেবে গ্রহণ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকার সবসময় পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো কাজের সম্পর্ক চেয়েছে। তিনি বলেন, সরকারের কেউ কখনো বলেননি যে তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবসময়ই ভালো সম্পর্ক চেয়েছি; প্রথম দিন থেকেই আমরা বলেছি ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভালো কাজের সম্পর্ক চাই। আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

তৌহিদ হোসেন জানান, এই দুর্ঘটনার পর যে দেশগুলো সহায়তা দিতে চেয়েছে ভারত তাদের একটি। তার প্রেক্ষিতে আমরা বার্ন ইউনিটের কাছ থেকে তথ্য নিয়েছি যে তাদের কী ধরনের সহায়তা দরকার। তারা যা জানিয়েছে তারই পরিপ্রেক্ষিতে তাদের টিম এসেছে যেটুকু সহায়তা দেওয়ার দেবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পিপল টু পিপল কন্টাক্ট তো সব সময় ভালো। এটা এক ধরনের পিপল টু পিপল কন্টাক্ট। আমি মনে করি এটা পজিটিভ জিনিস।

এক সাংবাদিক জানতে চান, ভারতের মেডিকেল টিমের উপস্থিতিকে বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন কি না? তখন এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ভারতের পাশাপাশি চীনও একটি চিকিৎসক প্রতিনিধিদল পাঠিয়েছে বাংলাদেশে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই দুর্ঘটনার পর ভারত ও চীন নিজ থেকে সহায়তার অফার করছে।

তিনি বলেন, আর কোনো দেশের অফার নেই, আমাদের আর দরকারও নেই। স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন আমাদের এক্সপার্টিজ আছে আমরা সবাইকে একসঙ্গে করে নিয়েছি। বার্ন ছাড়া অন্যান্য যারা তাদেরতো চিকিৎসা চলছে। আমরা এখন পর্যন্ত যেটুকু সহায়তা পেয়েছি এবং পাচ্ছি এটুকুই যথেষ্ট আমাদের জন্য।

ভারত থেকে প্রয়োজনীয় মেডিকেল সহায়তা নিয়ে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সদের একটি দল বুধবার রাতে ঢাকায় এসে পৌঁছায়, যারা বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেবেন।

বিশেষায়িত এই টিমে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রয়েছেন, যা ভারতে বার্ন ও প্লাস্টিক সার্জারিতে বিশেষায়িত শীর্ষস্থানীয় দুইটি হাসপাতাল।

তারা বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে মাইলস্টোনে দগ্ধ রোগীদের চিকিৎসার কাজ শুরু করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসের পর তাদের এই প্রতিনিধিদল আসলো। তারা রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে ভারতে বিশেষায়িত চিকিৎসার জন্য সুপারিশ দিচ্ছেন। প্রাথমিক পর্যবেক্ষণ ও চিকিৎসার ওপর ভিত্তি করে প্রয়োজনে আরও মেডিকেল টিম পাঠানো হতে পারে।

গত ২১ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং সব ধরনের সহায়তা ও সমর্থনের আশ্বাস দেন।

এর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে যে কোনো জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে তা ভারতে ব্যবস্থা করার জন্য তথ্য চাওয়া হয়।

প্রধানমন্ত্রীর শোকবার্তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভারতীয় হাইকমিশন জানায়, তারা সব প্রয়োজনীয় সহায়তা দেবে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী মোদী সোমবার এক বার্তায় বলেন, ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সব সম্ভাব্য সহায়তা ও সমর্থন দিতে প্রস্তুত।

(ওএস/এএস/জুলাই ২৫, ২০২৫)


পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test