E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না’

২০২৫ আগস্ট ২২ ১৮:৫২:৩১
‘প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না’

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতে হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (চরমোনাই পীর)। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সৈয়দ রেজাউল করীম বলেন, আজ ৫৩ বছরেও কোনো সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি। আমরা চেয়েছিলাম এ দেশকে সুন্দর করে সাজাবো। এ দেশের টাকা বিদেশে পাচার হবে না। চাঁদাবাজি হবে না। কোনো মায়ের বুক খালি হবে না। আয়নাঘর তৈরি হবে না।

তিনি বলেন, সংস্কার এবং বিচারের নিয়ে যে ওয়াদা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, তা তারা ভঙ্গ করেছে।

এরপর পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, পিআর আটকাতে অনেকে খোঁড়া যুক্তি তুলে ধরছে। বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জনগণ পিআর চায় কিনা, তা জানতে দরকার হলে গণভোট করতে হবে।

রেজাউল করিম বলেন, অনেক দেশ পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়ায় আগাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলছি, সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত মৌলিক সংস্কার আমরা দেখছি না। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই। এটা দৃশ্যমান করতে হবে।

তিনি আরও বলেন, গত ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই খুনি তৈরি হয়েছে, গণঅসন্তোষ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা পাচার হয়েছে। এই নির্বাচন আমরা দেখতে চাই না। এজন্যে আমরা পরিষ্কার বলছি যে, আমরা এ দেশের সন্তান, ভালো-মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে। আপনারা যেনতেন একটা নির্বাচন করবেন, এটা আমরা মুখ থাকতে বলা বন্ধ করবো না।

(ওএস/এসপি/আগস্ট ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test