E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ

২০২৫ সেপ্টেম্বর ১২ ১৯:০৬:২২
দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জনআঙ্খাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড করতে না পারি, ৯১ অথবা ২০০১ এর মানদন্ড দিয়ে যদি ২০২৫ কে পড়বার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জন্য চরম ভুল হবে। ডাকসু নির্বাচন আগামী দিনের রাজনীতির একটি নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে। কারণ এটাই একটি নতুন ম্যাট্রিক্স আগামী দিনের রাজনীতির।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে বরিশালের উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিং-এ আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রধান অতিথি হিসেবে আরও বলেছেন, ডাকসু নির্বাচনে যেভাবে ইসলামপন্থিদের বিজয়, জামায়াত-শিবিরের বিজয়, জঙ্গিবাদ-মৌলবাদের উত্থান, দক্ষিণপন্থিদের উত্থান হিসেবে পড়ার চেষ্টা হচ্ছে। এভাবে পড়ার গ্রামারটাকে আসলে আমি মনে করি তরুনদের বুঝতে না পারার সমস্যা। গণঅভ্যুত্থানকে আওয়ামী লীগ যেভাবে বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী, বাম বলয়ের লোকেরাও বুঝতে পারছে না।

তিনি আরও বলেন, নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা দিচ্ছে ডাকসু নির্বাচন সেটিকে অলরেডি ভুল প্রমাণিত করেছে। প্রপাগান্ডা করে ট্যাগ করার বিষয়ে তিনি বলেন, আমি জানি তুমি জানো সাদিক কায়েম পাকিস্তানী এই শ্লোগান দেয়া হয়েছে ঢাবি ক্যাম্পাসে। কিন্তু ছেলে-মেয়েরা যারা ২৪ এর আন্দোলন করেছে তারা সবাই সাদিক কায়েমকে চেনেন। ওরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছে। হঠাৎ করে এই ছেলেটাকে পাকিস্তানী বলায় সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে বিষয়টি নেয়নি। আবার ফরহাদ ছেলেটা পরিচিত ছিল না, ওর প্রার্থীতা বাতিলে হঠাৎ করে এক সপ্তাহ আগে একটা রিট করছে, যা করে ওকে জাতীয়ভাবে পরিচিত করিয়ে দেওয়া হয়েছে।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সাড়ে ছয়শ’ সাংবাদিক ডাকসু নির্বাচন কাভার করছে। এখানে ভোট চুরি হয়েছে বলে গুজব ছড়িয়ে দিবেন আর সেটা সবাই মেনে নিবে এমন ভাবনা ভাবাই ভুল। সবাইকে মনে রাখতে হবে, দুই নাম্বারি চক্করের পলিটিক্স এখন আর চলবে না। যে যেই দলের রাজনীতি করি, ন্যূনতম স্বচ্ছতা, ভদ্রতা, সততা যদি না থাকে আগামী দিনের পলিটিক্স ঠিকাদারীর রাজনীতি দিয়ে করতে পারবেন না। ঠিকাদারীর পলিটিক্স ইজ ডেথ। ৭১ এর ব্যবসা, ২৪’র ব্যবসা, চেতনা ব্যবসা, কেনা-বেচার ব্যবসা দিয়ে আর পলিটিক্স করা যাবেনা।

প্রেস ব্রিফিং এ আমার বাংলাদেশ পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব জিএম রাব্বি, যুগ্ম আহবায়ক সুজন তালুকদার, বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, সদস্য হায়দার ভূইয়া, নাজমুল মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test