E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করা হবে’

২০২৬ জানুয়ারি ০৭ ০০:৩২:১২
‘কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করা হবে’

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা- ৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোট তাদের বিরুদ্ধে দেবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেব।

ভোটারদের উদ্দেশে হাসনাত বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দেবেন। কেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন।

এবার আমরা টাকার কাছে বিক্রি হব না। যে টাকা নিয়ে আসবে তাদের আমরা প্রত্যাখ্যান করব। নেতা একদিন ভোটারদের পেছনে ঘুরে এক হাজার টাকা নিয়ে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে নেতার পেছনে।

আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।

মঙ্গলবার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত আব্দুল্লাহ। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test