E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সম্মান রক্ষা পেয়েছে’

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৩:২৯:১৬
‘আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সম্মান রক্ষা পেয়েছে’

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক ঘিরে অবশেষে দুঃখপ্রকাশ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এর মধ্য দিয়ে পাকিস্তানের সম্মান অক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান সাইয়েদ মহসিন রেজা নাকভি।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজম সেতুকে পাশে বসিয়ে নাকভি জানান, পাইক্রফট সরাসরি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা, কোচ মাইক হেসন ও টিম ম্যানেজার নাভেদ আকরাম চীমার কাছে ক্ষমা চান। তিনি স্বীকার করেছেন, বিষয়টি তিনি সঠিকভাবে সামলাতে পারেননি এবং পাকিস্তানের উদ্বেগ যথাযথই ছিল।

নাকভি বলেন, ‘ম্যাচ রেফারি অধিনায়ক ও ম্যানেজারের কাছে দুঃখপ্রকাশ করেছেন। আমরা আইসিসিকে লিখিতভাবে জানিয়েছি যে, ১৪ সেপ্টেম্বরের ম্যাচে যে অনিয়ম হয়েছে, সেটি তদন্ত করা হোক। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সম্মান রক্ষা পেয়েছে। এখন আমাদের দলকে পুরোপুরি পারফরম্যান্সে মনোযোগ দিতে হবে। ’

সাবেক চেয়ারম্যান ও ধারাভাষ্যকার রমিজ রাজা এই সমাধানকে পাকিস্তানের জন্য বড় জয় হিসেবে অভিহিত করে বলেন, ‘এটা পাকিস্তানের জয়। আবেগে যা ক্ষতি হয়েছে, এখন সেটা সরিয়ে রেখে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিতে হবে। ক্রিকেট যেন ক্রিকেটই থাকে, রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ না নেয়। দলকে মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। ’

তবে তিনি ম্যাচ রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে ভোলেননি। রমিজের অভিযোগ, ‘অ্যান্ডি পাইক্রফট ভারতের পক্ষেই পক্ষপাত দেখিয়েছেন। ’ অন্যদিকে নাজম সেতু মনে করিয়ে দেন, ‘খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়; পিসিবি সবসময় এই নীতিতে অটল। ’

বিতর্কটি শুরু হয় ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময়। অভিযোগ ওঠে, পাইক্রফট দুই অধিনায়ককে হাত না মেলাতে নিষেধ করেছিলেন এবং পরে ম্যাচ শেষে প্রচলিত হ্যান্ডশেকেও নিরুৎসাহিত করেন। পিসিবি এটিকে স্পিরিট অব ক্রিকেট ও আচরণবিধি লঙ্ঘন হিসেবে প্রতিবাদ জানায়।

পিসিবি জানিয়েছে, আইসিসি এখন আনুষ্ঠানিকভাবে বিষয়টি তদন্ত করতে রাজি হয়েছে। যদিও ভারতীয় সংবাদমাধ্যমে আগে গুঞ্জন উঠেছিল, পাইক্রফট নাকি দুবাইয়ে আইসিসি সদর দপ্তরে ফিরে গেছেন। তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন, তিনি দায়িত্বে থেকেই পাকিস্তান-ইউএই ম্যাচও পরিচালনা করেছেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test