E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এমবাপ্পের জোড়া গোলে দারুণ জয়ে বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স

২০২৫ নভেম্বর ১৪ ১৩:১৬:০৩
এমবাপ্পের জোড়া গোলে দারুণ জয়ে বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জার্সিতে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল রাতে করেছেন জোড়া গোল। তার জোড়া গোলের বদৌলতে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। ৫২ মিনিটে বক্সে মাইকেল অলিসেকে ফাউল করলে পায় পেনাল্টি। স্পটকিক থেকে এমবাপ্পে নেন দৃষ্টিনন্দন পানেনকা শট, ইউক্রেন গোলরক্ষক ত্রুবিন নড়ার আগেই বল জড়িয়ে যায় জালে।

এরপর আরও দুইবার গোলের দারুণ সুযোগ পান এমবাপ্পে। তবে ৭৬ মিনিটে অলিসের শক্তিশালী শটে দ্বিতীয় গোল পেয়ে স্বস্তি পায় ফ্রান্স।

শেষদিকে আবারো ঝলমলে উপস্থিতি এমবাপ্পের। কাছ থেকে দ্বিতীয় গোলটি করে নেন তিনি। আর এ গোলেই পূর্ণ হয় তার ক্যারিয়ারের ৪০০ গোলের মাইলফলক। জাতীয় দলের হয়ে ৫৫ গোল নিয়ে এখন তিনি অলিভিয়ে জিরুর (৫৭) ঠিক পেছনে।

নিয়মিত সময়ের দুই মিনিট আগে এমবাপ্পের নিখুঁত পাস ধরে হুগো একিতিকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠালে ৪–০ গোলের জয়ে নিশ্চিত হয় ব্লুদের বিশ্বকাপ যাত্রা।

আত্মবিশ্বাসী ফ্রান্স আবারও দেখিয়ে দিল, কেন তারা বিশ্বের সেরা দলগুলোর একটি।

(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test