E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

২০২৫ ডিসেম্বর ১৭ ১৩:২৬:৫১
মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতার অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় নিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাজ্য সরকার তার পদত্যাগপত্র গ্রহণ করে। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন।

অরূপ বিশ্বাস ক্রীড়ার পাশাপাশি যুবকল্যাণ, আবাসন ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি শুধু ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং অন্য মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকবেন।

গত শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির গাড়ি প্রবেশের পর তাকে একনজর দেখতে বিপুল ভিড় জমে যায়। একপর্যায়ে দর্শকদের একাংশ ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিয়ে প্রাচীর ভেঙে মাঠে ঢুকে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাফ নামানো হয়। এ সময় গোলপোস্টের জাল ছিঁড়ে ফেলা ও সাজঘরে যাওয়ার টানেলের ছাউনি ভাঙচুরের ঘটনা ঘটে। স্টেডিয়ামের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ লাঠিচার্জ করে।

ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করে লিওনেল মেসি ও ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চান। তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেন। আয়োজক শতদ্রু দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।

(ওএস/এএস/ডিসেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test