ফরহাদ মাজহারের অপরাজনীতির চর্চা

মারুফ হাসান ভূঞা
ছাত্র-জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে মাওলানা ফরহাদ মাজহার ফ্যাসিবাদী প্রক্রিয়ায় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হতে মরিয়া হয়ে পড়েছেন। আমরা এর পূর্বেও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়েও ফরহাদ মাজহার নানা কর্মকাণ্ডে সে বিষয় গুলো দেখেছি। উনি বরাবরের মত সন্ত্রাসবাদী রাজনৈতিক দলগুলোর প্রতি সহানুভূতি মূলক বক্তব্য দিয়ে নিজেকে মহাত্মা গান্ধী রূপে আত্মপ্রকাশ করতে চান।
গত নির্বাচনের পূর্বে উনার যে রাজনৈতিক অবস্থান সেটিও বিতর্কিত ছিল। উনি মুখোশ পড়ে থাকেন বামপন্থা রাজনীতির কিন্তু উনি মূলত সাম্রাজ্যবাদী শক্তির ছায়া। গত নির্বাচনের পূর্বেও উনার রাজনৈতিক অবস্থান ছিল সাম্রাজ্যবাদী শক্তিকে বিজয় করা। যাতে তিনি ব্যর্থ হন। না উনি স্বৈরাচার শেখ হাসিনার সরকারের প্রভাবে ব্যর্থ হননি, উনি নিজেই রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন।
বয়সের প্রবল চাপ ও উদ্দেশ্যহীন জীবনে উনার নানা প্রতিক্রিয়া প্রশ্নবিদ্ধ কিন্তু বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক হিসেবে মোটামুটি দেশের রাজনৈতিক সচেতন মানুষ উনাকে প্রবল ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। কিন্তু বিশ্বাস কোনোভাবেই করেন না, কারণ উনাকে কোনো নৈতিক মানুষের পক্ষে বিশ্বাস করা অসম্ভব! অসম্ভব! অসম্ভব।
উনার সমস্ত তত্ত্ব দূষণ ছড়ানো আশ্বাস, যা রাজনৈতিক বাস্তবতাকে কলঙ্কিত করে। অন্যদিকে বামপন্থা নিয়ে উনার মিথ্যা তত্ত্ব কিংবা মনগড়া বিচার সাধারণ মানুষের নিকট ভুল বার্তা হিসেবে উপস্থাপন হয়। অর্থাৎ স্পষ্টভাবে বিবেচনা করলে ফরহাদ মাজহারের বর্তমান অবস্থান খানিকটা মৌলবাদী শক্তির সংঘাতকে সক্রিয় করছে। এবং বিশেষ করে রাজনৈতিক সচেতন মানুষের নিকট সন্দেহ তৈরি হচ্ছে মাওলানা ফরহাদ মজহারের ভূমিকা নিয়ে।
দেশে বিভিন্ন জায়গায় মৌলবাদী শক্তির যে অপ্রত্যাশিত কর্মকাণ্ড সেটি সম্পূর্ণ ভাবে নতুন নতুন বৈষম্য, বিভেদ ও বিদ্বেষের সংস্কৃতি তৈরি হচ্ছে। একদিকে সাম্প্রদায়িক অরাজকতা অন্যদিকে ভিন্নমত দমন-পীড়নের প্রতিযোগিতা। কিংবা বিগত দিনে গ্রেফতারকৃত জঙ্গি তৎপরতার সাথে যুক্ত সংগঠন ও ব্যক্তির মুক্ত পাদচারণা অবাধ বিচরণ। এসবকে উদ্বুদ্ধ করা হচ্ছে দেশে যাতে নতুন করে নতুন স্বৈরাচার, নতুন ফ্যাসিস্টের আবির্ভাব করা যায়।
আর এসবে সুবিধাজনক অবস্থানে থেকে সুবিধাবাদী হওয়ার যে চেষ্টা সেটি সম্পূর্ণ অপরাজনীতির মাধ্যম। যে অপরাজনীতির চর্চা ফরহাদ মাজহার নতুন করে আবির্ভাব করছেন। সেটি স্বৈরাচার শেখ হাসিনার সরকারের শাসন আমলেও উনি করবার অপচেষ্টা করে আসছিলেন।
এ সময়ে এসে সে অপরাজনীতির চর্চাকে তীব্র ভাবে বাড়িয়েছেন। একদিকে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে উনার কূটনীতিগত সমালোচনা ও অসন্তুষ্টি, অন্যদিকে সে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভর করে রাজনৈতিক বিচার, রাজনৈতিক দলগুলোর প্রতি খবরদারি মূলক বক্তব্য দেওয়া স্পষ্টত দ্বিচারিতা মূলক ও অপরাজনৈতিক প্রক্রিয়া। পাশাপাশি বামপন্থা রাজনীতিকে নিজের মতো করে ব্যাখ্যা, বিবেচনা করে উদ্ভট মিথ্যাচার করা ফরহাদ মাজহারের রাজনৈতিক দেউলিয়াত্ব।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান ও গঠন: বাংলাদেশে রাজনৈতিক ধারার বিকাশ প্রসঙ্গ’ শীর্ষক পাঠ পর্যালোচনাকালে ফরহাদ মাজহার বলেন “বাংলাদেশে বাম মানেই ফ্যাসিস্ট। কারণ তারা কোনো দিন কার্ল মার্কস পড়ে নাই, কংগ্রেসের ইশতেহার পড়ে নাই। বাংলাদেশে বামপন্থি মানেই ফ্যাসিবাদের আরেকটি রূপ। বাংলাদেশ এখনো ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্ত হয়নি।” এমন গুরুতর মিথ্যাচার ও সুবিধাজনক প্রলাপ খুবই নিন্দনীয়। যেটি উনি সর্বসময় বলে মানুষের মাঝে বিভ্রান্ত ও বিতর্ক তৈরি করার চেষ্টা করেন। উনার সঠিক রাজনৈতিক উদ্দেশ্যের ব্যাপারেও উনি উদাসীন, যে সমস্যা স্বৈরাচার শেখ হাসিনার মধ্যেও ছিল। কী করছে, কী করবে, কী বলবে সবকিছু নিয়ে উদাসীনতা।
উদাসীনতার ফলে সিন্ধান্তহীনতায় ভীষণভাবে ভুগতে হয়েছে স্বৈরাচার শেখ হাসিনাকে। ঠিক তেমনি উদাসীনতার ভার ফরহাদ মাজহারের চারিত্রিক আবরণে প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ ফরহাদ মাজহারের বক্তব্য, চিন্তা ছন্নছাড়া। যার ফলে কোনো একটা বিষয় নিয়ে সঠিক কোনো দৃষ্টিভঙ্গিতো বলতেই পারেন না বরং আরো জটিল ও সীমাবদ্ধ করে তোলেন।
সুতরাং ফরহাদ মাজহারের বক্তব্য ও মতামত প্রকাশ করার ক্ষেত্রে, উনাকে মিথ্যা ও ভুল ব্যাখ্যার আশ্রয় নেওয়া বন্ধ করতে হবে। এবং উনার দীর্ঘদিনের যে অপরাজনীতির চর্চা, ভৌতিক কর্মকাণ্ড সেটাও বন্ধ করতে হবে। এই যে উনি উদ্ভট কার্যক্রম করছেন বক্তব্য, সেমিনারের মাধ্যমে সেসবের মধ্য দিয়ে সন্ত্রাসবাদের রাজনীতি উসকানি পাচ্ছে। সেক্ষেত্রে ফরহাদ মাজহারকে আরো দ্বিগুণ সতর্ক হওয়া উচিত।
লেখক : প্রাবন্ধিক ও কলামিস্ট।
পাঠকের মতামত:
- মহম্মদপুরে বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- সুবর্ণচরে গাছ কর্তনের অভিযোগ
- আইনি জটিলতায় অঙ্কুশ, দিতে হবে হাজিরা!
- জিএস পদে ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটের শুনানি মঙ্গলবার
- ফরিদপুরের রণকাইল পদ্মবিলে নৌকাবাইচ, গ্রামীণ উৎসবে হাজারো মানুষের ঢল
- নারীদের জন্য ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন দাবি
- র্যাব-১০ এর দুইটি পৃথক অভিযানে ৩৫৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘কারও কাছে পলিথিন পেলে জব্দ করা হবে’
- নুরকে রাষ্ট্রপতির ফোন
- ‘নুরের ওপর হামলা নির্বাচনী ষড়যন্ত্রের অংশ’
- ‘ক্ষমতায় গেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেবে বিএনপি’
- ‘নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে’
- গ্রাহকসেবার কল ৯০ সেকেন্ডের মধ্যে রিসিভ করতে হবে
- ১৩ মাসে ঢাকা ও আশপাশে ১৬০৪ অবরোধ
- বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- ফুটবলে নতুন করে উন্মাদনা ছড়ানোর প্রত্যয় আসিফের
- মুক্তিবাহিনীর গেরিলা দল শিবপুর থানা আক্রমণ করে
- ‘স্থানীয় সরকার প্রতিনিধি না থাকায় মব ভায়োলেন্স হচ্ছে’
- ‘নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর’
- ‘নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না’
- ‘৫ আগস্টের পর এদেশে বাংলাদেশ পন্থীরাই কেবল রাজনীতি করতে পারবে’
- সোনার দাম আরও বাড়লো, ভরি ১৭৪৩১৮ টাকা
- বাগেরহাটে পুলিশের পোশাক পরে ডাকাতি, মোবাইল জ্যামারসহ গ্রেফতার ২
- ভিপি নূরের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ডাকসু নির্বাচন : মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ
- আমি হব সকাল বেলার পাখি
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যান্টিভেনম’ রাখার নির্দেশ
- যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যে মুসলিম উম্মাহর মহাসম্মেলন আয়োজনের পরিকল্পনা
- তৃতীয় শ্রেণি পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন, সাময়িক পরীক্ষা হবে না
- দুরারোগ্য রোগে প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন উৎপল সরকার
- মুখভর্তি দাড়ি নিয়ে লোকচক্ষুর অন্তরালে রুমা বেগম
- পান খেতে ব্যস্ত চালক, সড়কেই উল্টে গেল বাস
- পদ্মা নদীর ভরাট বালু বিক্রির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা
- বুধবার প্রদান করা হবে 'গ্র্যাজুয়েট স্বাধীনতা এওয়ার্ড ২০২৪'
- ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের সেকেন্ড লেডি লু
- ঝালকাঠিতে ৩ মামলায় কৃষক লীগ নেতা ও সাবেক পিপি আবদুল মান্নান কারাগারে
- ক্যানসার আক্রান্ত রোগীর মৃত্যু ক্যানসারে হয় না
- লক্ষ্মীপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
- মুক্তি পাচ্ছে দেশের ইংরেজি সিনেমা ‘ডট’
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- আড়াই শতাধিক শিল্পীর অংশগ্রহণে ‘৩৬ জুলাই’ উদযাপন
- ভুটানের বিপক্ষে দারুণ জয়ে সাফ শুরু বাংলাদেশের
- আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধির উপর যুবদল-ছাত্রদলের হামলা
- চীন সফরে বাংলাদেশ সিডস ফর দ্য ফিউচার বিজয়ীরা