E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কপিরাইটের অভিযোগে স্থগিত রণবীর কাপুরের ‘রামায়ণ’

২০২৪ মে ২২ ১২:৩৫:১৩
কপিরাইটের অভিযোগে স্থগিত রণবীর কাপুরের ‘রামায়ণ’

বিনোদন ডেস্ক : শুটিং শুরু হতে না হতেই সমস্যার মুখে নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুরের বিগ বাজেটের ‘রামায়ণ’। পোশাকের সমস্যায় আগেই একবার পিছিয়েছিল এর শুটিং। এবার কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মাস দু-একের মধ্যেই ফের বন্ধ হলো কাজ। সঙ্গে রয়েছে সিনেমাটির প্রাক্তন প্রযোজক মধু মন্টেনার আর্থিক ক্ষতিপূরণসংক্রান্ত মামলাও।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, সিনেমাটির প্রযোজনার দায়িত্ব থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন প্রযোজক মধু মন্টেনা, তবে মামলার মিটমাট না হওয়া অবধি শুটিং বন্ধ রাখার আরজি জানিয়েছেন তিনি। বিশাল বাজেটের এই ছবি নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চান না নির্মাতারাও। সব সমস্যা মিটলে ফের শুরু হবে শুটিং।

উল্লেখ্য, সিনেমাটিতে রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর সীতার চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। আর হনুমান চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। ২০২৬ সালে মুক্তি পেতে পারে ‘রামায়ণের পার্ট ১’। শুটিং হওয়ার পর ৬০০ দিন ধরে কেবল পোস্ট প্রোডাকশনের কাজ চলবে এই ছবির!

(ওএস/এএস/মে ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test