E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোমবার শিল্পকলায় ‘পাইচো চোরের কিচ্ছা’

২০২৫ জুন ১৫ ২২:১৯:১৫
সোমবার শিল্পকলায় ‘পাইচো চোরের কিচ্ছা’

বিনোদন ডেস্ক : খুলনা অঞ্চলের বিখ্যাত লোকগাঁথা নিয়ে নির্মিত ঢাকা পদাতিকের ৩৫তম প্রযোজনা ‘পাইচো চোরের কিচ্ছা’ মঞ্চস্থ হবে সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

দীর্ঘ বিরতির পর আবার মঞ্চে আসছে বাংলার আদি নাট্যকলার নানা আঙ্গিক আর নানান রুপ নিয়ে নির্মিত শেকড়ের নাটক ঢাকা পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’। নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল।

নাটকের কাহিনী মূল চরিত্র পাইচো চোরকে নিয়ে, যিনি তার বুদ্ধিমত্তা দিয়ে সব প্রতিরোধ জয় করে চুরি করেন এক রাজকন্যাকে। একজন কথকের সমগ্র কাহিনী বর্ণনা আর পাইচোর নানা কার্যক্রমের মাধ্যমে নিজের গল্প বলে যাওয়ার ভেতর দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।

নাটকটিতে অভিনয়ে কাজী শিলা, শ্যামল হাসান, সালাউদ্দিন রাহাত, কিরণ জাকারিয়া, কাজী সম্রাট, আলামিন স্বপন, সুমন ঘোষ, জয়া, সজল, সিরাজুম মনিরা ইকরা, মীর ফারজানা আক্তার নীপা, বর্ণালী আহমেদ সেতু, চন্দ্রিমা মল্লিক তন্দ্রা, কবির বাউল, শংকর কুমার মণ্ডলসহ আরও অনেক গুণী শিল্পী।

(ওএস/এএস/জুন ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test