E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘যুক্তরাষ্ট্রের মদতে আমার দেশ পুড়ছে’ 

২০২৫ জুন ২৩ ১৬:২৪:০৫
‘যুক্তরাষ্ট্রের মদতে আমার দেশ পুড়ছে’ 

বিনোদন ডেস্ক : ইসরায়েল-ইরান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াতেই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এরপরেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

এমন পরিস্থিতিতে নিজের দেশ নিয়ে উদ্বিগ্ন বলিউডের ইরানি অভিনেত্রী মান্দানা করিমি।

গেল কয়েক দিনে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি একের পর এক পোস্ট করছিলেন সমাজিকমাধ্যমে। এবার সরাসরি যুক্তরাষ্ট্রের নাক গলানোয় মাতৃভূমি নিয়ে গভীর উদ্বেগে মান্দানা।

সামাজিকমাধ্যমে এক পোস্টে মান্দানা লেখেন, আমি ঠিক নেই। দেখে হয়তো মনে হচ্ছে, আমি সব কাজই করছি। কিন্তু আসলে আমি ঠিক নেই। আমি ঠিক থাকার ভান করছি মাত্র। আমার নিজের জন্য এবং পরিবারের জন্য যা করণীয়, তা আমি করছি।

ইরানি অভিনেত্রী প্রশ্ন তুলে লেখেন, শিশুদের মৃত্যু দেখেও কীভাবে চুপ করে থাকা যায়! শুধু প্যালেস্টাইন বা ইরানে নয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের আর্থিক মদতে বিস্ফোরণ হচ্ছে। ইসরায়েল আক্রমণ করছে। আর সারা বিশ্ব নীরব হয়ে দেখছে!

এই মুহূর্তে ইউরোপে অবস্থান করছেন মান্দানা। সেখানে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটার সময়েও নিজেকে ভূতের মতো মনে হচ্ছে তার। তার কথায়, আমার মনটা পড়ে রয়েছে আমার বাড়িতে, যেখানে আমার মা-ভাই রয়েছে। আমার ছোট ছোট ভাইপো, ভাইঝিরা আতঙ্কে দিন কাটাচ্ছে। পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো ওদের বাড়ির ওপরেই পড়বে!

নিজের দেশকে পুড়তে দেখে অসহায় বোধ করছেন মান্দানা। এই অভিনেত্রী জানিয়েছেন, ইরান বলতে তিনি সরকার, প্রশাসন বোঝেন না। তার কথায়, ইরান বলতে সেই দেশের মানুষকেই বুঝি। আমার মায়ের হাত বুঝি। সেই ইরানের মৃত্যু হচ্ছে। আমি ঠিক নেই।

সারা বিশ্বের কাছে মান্দানা তার পোস্টে সমর্থন দাবি করেছেন। এই অবস্থা এড়িয়ে না গিয়ে সবাইকে প্রতিবাদে সরব হতে বলেছেন তিনি। এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন বলেও জানিয়ে দিয়েছেন মিন্দানা।

এই তারকার কথায়, সাহায্য করতে না পারলেও, আমাদের সম্মানটুকু রক্ষা করুন অন্তত। ইরানের সেই মানুষগুলোকে একটু সম্মান জানান, যারা চোখের সামনে দেশটাকে অদৃশ্য হয়ে যেতে দেখছেন। এটা শুধু রাজনীতি নয়। এ বড় যন্ত্রণার।

মান্দানা করিমি একজন ইরানি অভিনেত্রী এবং মডেল যিনি ভারতে বসবাস করেন। বিশ্বজুড়ে বেশ কয়েকটি সফল মডেলিং প্রকল্পে কাজ করার পর বলিউডের সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কেয়া কুল হ্যায় হম’, ‘ভাগ জনি’, ‘রয়’। এছাড়া ‘বিগবস’-এও নজর কেড়েছিলেন মান্দানা।

(ওএস/এএস/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test