E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাতৃভূমিতে ফিরতে না পেরে কাঁদছেন ইরানি নির্মাতা জাফর পানাহি

২০২৫ জুন ২৪ ১৪:৫৪:০৫
মাতৃভূমিতে ফিরতে না পেরে কাঁদছেন ইরানি নির্মাতা জাফর পানাহি

বিনোদন ডেস্ক : ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও স্বর্ণ পাম জয়ী জাফর পানাহি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। ভিন দেশে থাকলেও তার মন পড়ে আছে নিজের যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিতে।

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে তিনি দেশে ফিরতে পারছেন না—এই নির্মম বাস্তবতা জানিয়েছেন এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে।

এক প্রতিবেদনে জানা যায়, যুদ্ধ শুরু হওয়ার আগমুহূর্তে সিডনির উদ্দেশে রওনা হয়েছিলেন ইরানের ওই নির্মাতা।

কিন্তু হঠাৎ করেই আকাশ ও স্থলপথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি কার্যত নিজ দেশে ফিরে যাওয়ার সব পথ হারিয়েছেন। চার দিন আগে পোস্ট করা বার্তায় তিনি লিখেছেন, প্রতিদিন চেষ্টা করছি দেশে ফেরার। আমার পরিবার, বিশেষ করে আমার মায়ের কাছে যাওয়ার পথ খুঁজি। কিন্তু সব পথ যেন বন্ধ। যখন নিজের মানুষগুলো প্রতিদিন যুদ্ধের শিকার হচ্ছে, তখন নিজেকে ভীষণ অসহায় লাগে।

তিনি বলেন, যখন কোনো জাতির ভবিষ্যৎ কয়েকজন ক্ষমতাধর ও উচ্চাকাঙ্ক্ষী মানুষের হাতে জিম্মি হয়ে পড়ে, তখন আমাদের হাতে থাকে কেবল ক্ষোভ, বেদনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য উচ্চারণের দায়িত্ব।

জাফর পানাহি বরাবরই স্পষ্ট ভাষায় যুদ্ধ ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন। তার সিনেমা যেমন ‘ট্যাক্সি তেহরান’, ‘নো বিয়ারস এবং ‘দিস ইজ নট আ ফিল্ম—সবগুলোতেই তিনি ব্যক্তি স্বাধীনতা, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় অগণতান্ত্রিকতার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারে বহুবার রাষ্ট্রীয় চাপ, নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন তিনি। তবুও থেমে যাননি। এবার যুদ্ধের বাস্তবতায় তিনি নিজেই যেন আরেকটা ‘ছবির’ চরিত্র হয়ে উঠেছেন—যেখানে তিনি পরবাসে বন্দি, আর হৃদয় পড়ে আছে মায়ের কোলে ফিরতে না পারার যন্ত্রণায়।

(ওএস/এএস/জুন ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test