E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোনালের নতুন গানের সঙ্গী আমিনুল

২০২৫ জুলাই ০৮ ০০:৩৫:৩৭
কোনালের নতুন গানের সঙ্গী আমিনুল

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা সোমনুর মনির কোনাল নতুন গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘আমার কি হও তুমি’। গানটিতে কোনালের সঙ্গে জুটি বেঁধেছেন এই সময়ের প্রতিভাবান কণ্ঠশিল্পী আমিনুল ইসলাম।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজন করেছেন এস পুলক। এতে মিক্সড এন্ড মাস্টারিং করেছেন তাহান খান তামিম।

ভালোবাসার খুনসুটির গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে অভিনয় করেছেন আলভী মামুন ও আঁখি। আছে কোনাল ও আমিনুলের উপস্থিতিও।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হতে যাওয়া গানটি নিয়ে কোনাল বলেন, ‘অনেকদিন পর একটি সুন্দর রোমান্টিক গান গাইলাম। লালমাটি ও সবুজেঘেরা সুন্দর একটি লোকেশনে আমারা গানটির শুটিং করেছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

কোনালের সঙ্গে জুটি বেঁধে আনন্দিত আমিনুলেরও প্রত্যাশা গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। ভিডিওটি মুগ্ধ করবে দর্শককে।

আসছে ১০ জুলাই ‘আমার কি হও তুমি’ গানটির ভিডিও অবমুক্ত হবে অন্তর্জালে। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজকসহ দেশি ও বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০২৫)


পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test