E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ইয়াকুতিয়া নিউক্লিয়ার আইসব্রেকারে জ্বালানী সরবরাহ সম্পন্ন

২০২৪ মে ১৯ ১৭:১৪:৫৯
ইয়াকুতিয়া নিউক্লিয়ার আইসব্রেকারে জ্বালানী সরবরাহ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক : রুশ রাস্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের পরমানু জ্বালানী উৎপাদন প্রতিষ্ঠান টেভেল ফুয়েল কোম্পানি সম্প্রতি ইউনিভার্সাল নিউক্লিয়ার আইসব্রেকার ইয়াকুতিয়ার দ্বিতীয় রিয়্যাক্টরের জন্য জ্বালানী সরবরাহ সম্পন্ন করেছে। প্রথম রিয়্যাক্টরে গত বছরের ডিসেম্বরে জ্বালানী সরবরাহ করা হয়। শীঘ্রই জ্বালানী রিয়্যাক্টরে লোড করা হবে।

রুশ এই আইসব্রেকারটিতে স্থাপন করা হয়েছে চতুর্থ প্রজন্মের আরআইটিএম-২০০ রিয়্যাক্টর ইউনিট। সমন্বিত এই ইউনিটে দুটি রিয়্যাক্টর থাকবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১৭৫ মেগাওয়াট।

রুশ পারমাণবিক বহরে ইতোমধ্যে তিনটি ইউনিভার্সাল রিয়্যাক্টর রয়েছে- আর্কটিকা, সিবির এবং উরাবা। তবে, চতুর্থ ইয়াকুতিয়া আইসব্রেকারটি আরও উন্নত প্রযুক্তি নির্ভর। আইসব্রেকারটি ২০২৪ সালের শেষ নাগাদ কমিশনিং করা হবে।

রাশিয়ান পারমাণবিক বহরে দুই ধরণের জাহাজ রয়েছে- ইউনিভার্সাল নিউক্লিয়ার আইসব্রেকার এবং পারমাণবিক শক্তি চালিত জাহাজ। মোট জাহাজের সংখ্যা সাতটি।

(এসকেকে/এসপি/মে ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test