E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পার্লামেন্ট থেকে বরখাস্ত ইরানের অর্থমন্ত্রী

২০২৫ মার্চ ০৩ ১২:৫৬:১৪
পার্লামেন্ট থেকে বরখাস্ত ইরানের অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। রবিবার (২ মার্চ) আবদোলনাসের হেম্মতির বিরুদ্ধে পার্লামেন্টে ‘অনাস্থা প্রস্তাব’ তুলেছিলেন পার্লামেন্টের সদস্যরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা হয়েছে, আবদোলনাসের হেম্মতির সময়ে ইরানে ব্যাপক হারে মুদ্রার মানের অবনমন (কমেছে) হয়েছে। এর জেরে রোববার পার্লামেন্টে একটি অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয়। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৮২ জন। এর বিপক্ষে ভোট দেয় ৮৯ জন।

প্রায় আট মাস আগে হেম্মতিকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর থেকে গত আট মাসে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান প্রায় অর্ধেক কমে গেছে। বর্তমানে এক ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যা গত বছরের আগস্টে ছিল ৫ লাখ ৯৫ হাজার ৫শ ইরানি রিয়াল।

ইরানের পার্লামেন্ট সদস্যরা জানান, ওষুধ ও খাদ্যের মতো নিত্যপণ্য এবং বাসাবাড়ির মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হয়েছেন হেম্মতি। এছাড়া তিনি বৈদেশিক মুদ্রার বাজারও নিয়ন্ত্রণ করতেও পারেননি। এজন্য তাকে অভিশংসিত করা হয়েছে।

পার্লামেন্টে হেম্মতির পক্ষ নিয়ে বলেন, ইরান আজ যে অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছে, এজন্য জন্য কোনো একক ব্যক্তি দায়ী নন। আমরা সব দোষ একজনের ওপর চাপাতে পারি না।

(ওএস/এএস/মার্চ ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test