E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮১ জন নিহত

২০২৫ মে ২৭ ১২:১৭:৪১
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৫৩ জন।
 

সোমবার ভোরের আগে থেকে চালানো হামলায় তাদের প্রাণ যায়। হাসপাতাল সূত্র আল জাজিরাকে এসব তথ্য জানায়।

আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি জানান, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মতি দিয়েছে—এমন খবরে হামাস ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে একেবারে ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে।

গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র বলেন, গাজায় সবাই কষ্টে আছেন। কারণ হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে।

আহতদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না, অনেকের আঘাত ভয়াবহ। ইসরায়েল ত্রাণ-সামগ্রী আটকে রেখেছে এবং হামলা আরও বাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৯৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ৯৬৬ জন।

অন্যদিকে, গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই তারা মৃত্যুর সংখ্যা হালনাগাদ করে ৬১ হাজার ৭০০ বলে জানিয়েছে।

(ওএস/এএস/মে ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test