E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর ব্যাপারে আশাবাদী রাশিয়া

২০২৫ জুন ১১ ২৩:৩২:০৬
জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর ব্যাপারে আশাবাদী রাশিয়া

বিশেষ প্রতিনিধি : বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজিয়া এনপিপি পুনরায় চালুর ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির কাজ এগিয়ে চলছে বলে তিনি জানিয়েছেন।

বুধবার (১১ জুন) রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি রাশিয়ার কালিনিনগ্রাদে আন্তর্জাতিক আনবিক সংস্থা (আইএইএ) এর সঙ্গে অনুষ্ঠিত রাশিয়ার আন্তঃবিভাগীয় এক আলোচনা সভায় লিখাচেভ এই মন্তব্য করেন। আইএইএ এর প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

আলোচনায় জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়টি সর্বাধিক গুরুত্ব লাভ করে।

উল্লেখ্য, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ রয়েছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় যে, ইউক্রেনের পক্ষ থেকে বারংবার কেন্দ্রটির ওপর আক্রমন চালানো হচ্ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আইএইএ এর বিশেষজ্ঞদের নিয়মিতভাবে রোটেশন ভিত্তিক ভিজিট ও মনিটরিং বিষয়টি নিয়েও বিশদভাবে আলোচনা হয়। কর্তব্য পালনালকালে বিশেষজ্ঞদের এবং সংশ্লিষ্ট অন্যান্য এজেন্সীর প্রতিনিধিদের নিরাপত্তা বিষয়টিকে অগ্রাধিকার প্রদানের ব্যাপারে নিশ্চিত করে রুশ কর্তৃপক্ষ।

রাফায়েল গ্রোসি জাপোরিজিয়া বিদ্যুৎকেন্দ্রটিতে বর্তমান পরিস্থিতির ব্যাপারে তার ভাবনা তুলে ধরেন। তিনি এব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক কালে তার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

আলোচনা সভায় রাশিয়ার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন রসটেকনাদজারের প্রধান আলেক্সান্ডার ট্রেনবিটস্কি, ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ, পররাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-পরিচালক মিখাইল কন্দ্রাতেনকভ প্রমূখ।

রাশিয়া এবং আইএইএ এর মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়। উভয় পক্ষ এজাতীয় আলোচনাকে অত্যন্ত কার্যকরী হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও তা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যাক্ত করেন।

(এসকেকে/এসপি/জুন ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test