E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারতে বিমান বিধ্বস্ত

নিহতদের প্রত্যেক পরিবারকে এক কোটি রুপি দেবে টাটা গোষ্ঠী

২০২৫ জুন ১৩ ১৬:৪৫:১৯
নিহতদের প্রত্যেক পরিবারকে এক কোটি রুপি দেবে টাটা গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাটা গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এ সহায়তা ঘোষণা দেন।

এছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসার পুরো ব্যয় বহন করবে টাটা গোষ্ঠী। ক্ষতিগ্রস্ত বি জে মেডিকেল কলেজের হোস্টেলটি নতুন করে নির্মাণেও সহায়তা দেওয়া হবে।

চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেছেন, শোক প্রকাশের জন্য কোনো শব্দই এ মুহূর্তে যথেষ্ট নয়। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। খবর ইন্ডিয়া টুডের।

গতকাল বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী ওই প্লেনটি ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ৭৮৭ মডেলের তৈরি এ প্লেনটি ‘ড্রিমলাইনার’ হিসেবে পরিচিত। প্লেনটি ১৪ বছর আগে আকাশে ওড়া শুরু করেছিল। তবে বোয়িং ৭৮৭ মডেলের কোনো প্লেনের এর আগে এভাবে ভেঙে পড়ার তথ্য নেই।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, প্লেনটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই একটি হাসপাতাল ভবনের ওপর বিধ্বস্ত হয়।

ভয়াবহ সেই দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই যুবকের নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি ছাড়া ২৪২ যাত্রীর ২৪১ জনই মারা গেছেন বলে দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।

জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা ওরফে জেআরডি টাটার হাত ধরে ১৯৩২ সালে ভারতের প্রথম বেসরকারি বিমান সংস্থা ‘টাটা এয়ার সার্ভিসেস’ যাত্রা শুরু করে। পরে এর নাম হয় এয়ার ইন্ডিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫৩ সালে ভারত সরকার এয়ারলাইনসটি জাতীয়করণ করলে এটি দেশটির জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা হয়ে ওঠে।

দীর্ঘ প্রায় ৭০ বছর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকার পর ২০২২ সালে এয়ার ইন্ডিয়াকে ফের টাটা গোষ্ঠীর হাতে তুলে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। ১৮ হাজার কোটি রুপিতে এয়ার ইন্ডিয়ার মালিকানা ফেরত পায় টাটা গ্রুপ।

(ওএস/এসপি/জুন ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test