E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এবার ইসরায়েলি হামলায় ইরানের পুলিশপ্রধান নিহত

২০২৫ জুন ১৫ ০০:৩০:৩৭
এবার ইসরায়েলি হামলায় ইরানের পুলিশপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইসরায়েলি ড্রোন হামলায় ইরানের পুলিশপ্রধান পুলিশপ্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান ও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাতে দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

শনিবার (১৪ জুন) ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ড্রোন হামলায় তারা নিহত হয়েছেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে এক ড্রোন হামলায় পুলিশপ্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান এবং সেকেন্ড লেফটেন্যান্ট আমির হোসেন সাইফি শহীদ হয়েছেন।

ইরানের পক্ষ থেকে এখনও এই হামলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ধারাবাহিক হামলার ফলে দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

ইসরায়েল দাবি, দ্বিতীয় দিনের মতো ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েল বিমান অভিযানে অব্যাহত রেখেছে। ইরানের ৪০টির বেশি সামরিক স্থাপনায় ৭০টি বিমান হামলা চালানো হয়েছে।

শনিবার রাতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, তেহরান পর্যন্ত আকাশে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তেহরান এখন আর নিরাপদ নয়।

এদিকে, ইরানে এখন পর্যন্ত ৮০ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন বলে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

(ওএস/এসপি/জুন ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test