E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাত শতাধিক ‘ইসরায়েলি গুপ্তচর’ গ্রেপ্তারের দাবি ইরানের

২০২৫ জুন ২৫ ১৩:১৫:৩৮
সাত শতাধিক ‘ইসরায়েলি গুপ্তচর’ গ্রেপ্তারের দাবি ইরানের

আন্তজার্তিক ডেস্ক : ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা ৭০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান।  

গত ১২ দিনের ইসরায়েল-ইরানের সংঘাতের সময় এই গ্রেপ্তারের ঘটানাগুলো ঘটেছে।

ইরানের বিভিন্ন প্রদেশজুড়ে ইসরায়েলের হয়ে কাজ করা সন্দেহভাজন এজেন্টদের গ্রেফতার করা হয়েছে। এই প্রদেশগুলোর মধ্যে রয়েছে: কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফার্স, লোরেস্তান।

তবে রাজধানী তেহরানে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এবং নূরনিউজ জানায়, আটক ব্যক্তিরা মূলত গোয়েন্দা ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ‘অপারেশন রাইজিং লায়ন’র অংশ হিসেবে ইরানের ভেতরে অভিযান পরিচালনার কথা স্বীকার করেছে এবং গোপন এজেন্টদের ভিডিও-ও প্রকাশ করেছে। এতে ইরানে ব্যাপক নিরাপত্তা সতর্কতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বেড়েছে।

ইরানি প্রশাসন ইসরায়েলপন্থী পোস্ট শেয়ার করায় আরও অনেককে গ্রেফতার করেছে এবং তেহরানে একটি বিশেষ প্রসিকিউশন ইউনিট গঠন করা হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো অতীতে এমন গণগ্রেপ্তারের আইনি স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এই নতুন গ্রেপ্তার নিয়েও উদ্বেগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে একাধিক মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথাও দাবি করা হয়েছে, যদিও এসব তথ্যের স্বাধীন যাচাই এখনো হয়নি।

(ওএস/এএস/জুন ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test