E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থীর মৃত্যু

২০২৫ জুন ২৭ ১২:৫৫:৫৬
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পদদলিত হয়ে কমপক্ষে ২৯ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮০ জন। বুধবার (২৫ জুন) দেশটির রাজধানী বাঙ্গুইয়ের একটি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার উচ্চ মাধ্যমিক সমাপনী (ব্যাকালোরিয়া) পরীক্ষার দ্বিতীয় দিনে শহরের লাইসেই বারথেলেমি বোগান্ডা স্কুলে প্রায় ছয় হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছিল। এসময় স্কুল ভবনের নিচতলায় অবস্থিত একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে।

স্থানীয় রেডিও এনডেকে লুকার বরাতে জানা যায়, বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনই হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলিত হয়ে অনেকেই আহত ও নিহত হন।

দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফোস্টিন-আর্কাঞ্জ টোয়াদেরা জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহত শিক্ষার্থীদের প্রতি শোক জানিয়ে তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী অরেলিয়াঁ-সিমপ্লিস কংবেলেত-জিমগাস এক বিবৃতিতে বলেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা নিহতদের পরিবারকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি জানান, পরবর্তী সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিবিসিকে এক নারী শিক্ষার্থী জানান, আমি বুঝতেই পারিনি কী ঘটলো। পরীক্ষা দিচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে মাথা ঝিমঝিম করে ওঠে, তারপর থেকে পেলভিকে তীব্র ব্যথা অনুভব করছি।

রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে (আরএফআই) এক আহত শিক্ষার্থী বলেন, বিস্ফোরণের সময় ইতিহাস ও ভূগোল পরীক্ষা চলছিল। আমরা জীবন বাঁচাতে দৌড়াতে গিয়ে যেন মৃত্যু দেখে ফেলেছি। কারণ সবাই একসঙ্গে বেরোতে চাইছিল, কিন্তু দরজাটা ছিল খুবই ছোট।

এ ঘটনায় সমবেদনা জানিয়ে, ৩ দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরা। দলের ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি বলেন, আমি মৃতদের স্বজন, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের প্রতি আমার সংহতি এবং সমবেদনা প্রকাশ করছি।

তথ্যসূত্র : বিবিসি

(ওএস/এএস/জুন ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test