E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুদানে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ১১

২০২৫ জুন ৩০ ১৩:২৬:৪০
সুদানে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের উত্তর-পূর্বাঞ্চলে একটি সোনার খনির আংশিক ধসে প্রাণ হারিয়েছেন ১১ জন খনি শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি 'সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি' (এসএমআরসি)।

ঘটনাটি ঘটেছে লোহিত সাগর রাজ্যের আতবারা ও হাইয়ার শহরের মধ্যবর্তী হাওয়েদের মরুভূমি অঞ্চলে অবস্থিত কির্শ আল-ফিল খনিতে। খনিটি সশস্ত্র বাহিনী (এসএএফ)-নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। খনির একটি কারিগরি খাদে ধস নামায় এই প্রাণহানি ঘটে।

আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে এসএমআরসি। এর আগে কোম্পানিটি সতর্ক করেছিল যে, খনিটির কার্যক্রম জীবনের জন্য ‘বড় ঝুঁকি’ তৈরি করতে পারে। সে কারণেই এক পর্যায়ে খনির কার্যক্রম স্থগিতও করা হয়েছিল।

তথ্যসূত্র : আল জাজিরা

(ওএস/এএস/জুন ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test