E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এক-দুই সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা 

২০২৫ জুলাই ১০ ১৪:২৭:৫৯
এক-দুই সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা 

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি এক-দুই সপ্তাহের মধ্যে হতে পারে বলে মন্তব্য করেছেন এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ত্যাগ করার আগেই চুক্তি স্বাক্ষর হবে— এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নাম প্রকাশ না করার শর্তে ওই ইসরায়েলি কর্মকর্তা জানান, যদি উভয় পক্ষ ৬০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়, তাহলে সেই সময়ের মধ্যে ইসরায়েল একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেবে, যার শর্ত হিসেবে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে।

তবে হামাস যদি নিরস্ত্রীকরণে রাজি না হয়, তাহলে গাজায় ইসরায়েল তার সামরিক অভিযান অব্যাহত রাখবে বলে হুঁশিয়ার করেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে এই সপ্তাহেই চুক্তি হতে পারে। কিন্তু বুধবার তিনি সময়সীমা কিছুটা বাড়িয়ে বলেন, একটি সমঝোতা খুব কাছাকাছি হলেও তা এই সপ্তাহ কিংবা পরবর্তী সপ্তাহে হতে পারে—তবে একেবারে নিশ্চিত নয়।

এদিকে, হামাস জানায়, কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে তাদের আলোচনা কঠিন হয়ে উঠছে, কারণ ইসরায়েল কোনো নমনীয়তা দেখাচ্ছে না।

ইসরায়েলি বাহিনী বুধবার গাজায় বিমান হামলা বাড়িয়েছে। কেন্দ্রীয় দেইর আল-বালাহ এলাকায় একটি হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫৭ হাজার ৫৭৫ জন নিহত এবং এক লাখ ৩৬ হাজার ৮৭৯ জন আহত হয়েছেন।

(ওএস/এএস/জুলাই ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test