E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজায় ত্রাণ নিতে গিয়ে আড়াই মাসে ৮০০ জন নিহত

২০২৫ জুলাই ১২ ১৩:০৩:১৯
গাজায় ত্রাণ নিতে গিয়ে আড়াই মাসে ৮০০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, চলতি বছরের মে মাস থেকে এখন পর্যন্ত গাজায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে প্রায় ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই মৃত্যুর অধিকাংশই ঘটেছে কুখ্যাত গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত স্থানে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী হিসেবে পরিচিত।

শুধুমাত্র শুক্রবারই দক্ষিণ গাজার রাফাহ শহরে জিএইচএফ পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে ১০ জন নিহত হয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র রবিনা শামদাসানি এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই পরিস্থিতিতে মানুষ এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি যেখানে ক্ষুধায় মৃত্যুবরণ অথবা গুলিতে নিহত হওয়ার মধ্যে একটি বেছে নিতে হচ্ছে।

এদিকে গাজার বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতালের সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একটি একই পরিবারের তিন সদস্যও রয়েছেন, যারা গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে একটি তাঁবুতে বাস করছিলেন।

গাজা শহরের রিমাল ও শেখ রাদওয়ান এলাকায় চালানো পৃথক হামলায় আরও চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের সূত্র। অন্যদিকে, গাজা শহরের পূর্বাংশের তুফফাহ পাড়ায় জাফা স্ট্রিটে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরও চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-আহলি হাসপাতালের এক সূত্র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৫৭,৭৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৩৭,৬৫৬ জন আহত হয়েছেন।

(ওএস/এএস/জুলাই ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test