E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর্মী ছাঁটাই শুরু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

২০২৫ জুলাই ১২ ১৩:১৩:৪১
কর্মী ছাঁটাই শুরু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পররাষ্ট্র দপ্তরে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক এক হাজার ৩৫০ জনের বেশি কর্মীকে ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বৈদেশিক স্বার্থ রক্ষা ও প্রচারে মারাত্মক প্রভাব ফেলবে।

ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন এক হাজার ১০৭ জন সিভিল সার্ভিস কর্মী এবং ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার, যারা সবাই যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র যখন একাধিক সংকট মোকাবিলা করছে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট ও ইরান-ইসরায়েল উত্তেজনা) তখনই এই পদক্ষেপ এলো।

পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ এক নোটিশে বলা হয়েছে, স্বেচ্ছা অবসরসহ মোট ছাঁটাইয়ের সংখ্যা প্রায় তিন হাজারে দাঁড়াবে।

এটি প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আলোকে বৈদেশিক নীতিকে পুনর্গঠনের প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে। তবে সাবেক কূটনীতিক ও সমালোচকরা সতর্ক করে বলেছেন, ফরেন সার্ভিস অফিসারদের ছাঁটাই চীনের ও রাশিয়ার ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে দুর্বল করে তুলবে।

ভর্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, এটি একটি চরম ভুল সিদ্ধান্ত। যখন চীন তার কূটনৈতিক উপস্থিতি বৈশ্বিকভাবে বাড়াচ্ছে এবং রাশিয়া ইউক্রেনে নিষ্ঠুর আগ্রাসন চালাচ্ছে, তখন আমরা আমাদের কূটনৈতিক ফ্রন্ট দুর্বল করছি।

ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্ট ভবনের লবিতে ছাঁটাই হওয়া সহকর্মীদের জন্য সহকর্মীদের ক্ল্যাপ-আউট (সংবর্ধনা) আয়োজন করতে দেখা গেছে।

তথ্যসূত্র : রয়টার্স

(ওএস/এএস/জুলাই ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test