E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ

২০২৬ জানুয়ারি ০৬ ১৫:৪৪:২৮
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকাকালে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেলসি রদ্রিগেজ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী কারাকাসে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ৫৬ বছর বয়সী দেলসি রদ্রিগেজ শপথ গ্রহণ করেন। ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

শপথের কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়ে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেন।

তিনি বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দী’ হিসেবে উল্লেখ করেন। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের চারটি অভিযোগ আনা হয়েছে।

শপথের পর দেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়েই তিনি দায়িত্ব নিচ্ছেন এবং দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করবেন।

এই শুনানি নিয়ে নিউইয়র্কে ম্যানহাটনের এই আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।
এদিকে মাদুরোকে আটকের ঘটনায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা উঠেছে। ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ঘটনাটিকে অবৈধ সশস্ত্র হামলা বললেও মার্কিন রাষ্ট্রদূত অভিযানের পক্ষে অবস্থান নেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সুষ্ঠু রাজনৈতিক পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখবে।

(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test