E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা 

২০২৬ জানুয়ারি ২৯ ১৯:১২:৫৮
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা 

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ নির্দেশিকা প্রকাশ করে। বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার আশঙ্কা প্রকাশ করে এই নির্দেশিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। 

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া এই জরুরি বার্তায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রগুলোকে লক্ষ্য করে উগ্রবাদী গোষ্ঠীগুলো নির্বিচারে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এফসিডিও সতর্ক করে জানিয়েছে, এই সময়ে জনসমাগমস্থলে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। নাগরিকদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা যেকোনো বড় জমায়েত এড়িয়ে চলেন এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করেন।

ভ্রমণ নির্দেশিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ওপর। খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ওই অঞ্চলগুলোতে নিয়মিত সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়ার কথা উল্লেখ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

একই সাথে এফসিডিও সতর্ক করেছে যে, সরকারি এই পরামর্শ উপেক্ষা করে কোনো নাগরিক যদি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করেন, তবে তাদের ভ্রমণ বীমা বা ট্রাভেল ইন্স্যুরেন্স বাতিল হয়ে যেতে পারে। যা কোনো দুর্ঘটনার ক্ষেত্রে তাদের আইনি ও আর্থিক সুরক্ষাকে হুমকির মুখে ফেলবে।

(ওএস/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test