শক্তিগড়ের ল্যাংচায় বাঙালির নস্টালজিয়া
ফাত্তাহ তানভীর রানা
কলকাতা থেকে শান্তিনিকেতন যাবার পথে রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস কিছু সময়ের জন্য থামলো। চারপাশ জুড়ে দেখি সব ল্যাংচার দোকান! বিভিন্ন নামের শেষে ল্যাংচা। ল্যাংচা কুঠির, ল্যাংচা বাড়ি, ল্যাংচা ভবন, ল্যাংচা নিলয়, ল্যাংচা ঘর, ল্যাংচা ধাম, আসল ল্যাংচা, ল্যাংচা খোর, আদি ল্যাংচাসহ বিভিন্ন নামে প্রায় ৫০ টির বেশি দোকান রয়েছে রাস্তার দুই পাশ জুড়ে। ম্যাপে দেখলাম, বর্ধমানের কাছাকাছি শক্তিগড়। শক্তিগড় হাওড়া-বর্ধমান প্রধান লাইন এবং হাওড়া-বর্ধমান কর্ডের উপর অবস্থিত একটি রেলওয়ে জংশন। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি শহরতলি।
শক্তিগড়ের ল্যাংচা শুধু একটি মিষ্টান্ন? বরং, ল্যাংচা বাঙালির কাছে নস্টালজিয়ার প্রতীক। পত্রিকায় পড়েছিলাম অভিনেতা ফেরদৌস শান্তিনিকেতন শুটিংয়ে যাবার সময় ল্যাংচা মিষ্টি উপভোগ করেছিলেন। শুধু কি নায়ক ফেরদৌস লাংচা খেয়েছিলেন? লাংচার সাথে সুনীল গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ এবং উত্তম কুমারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের নাম ও স্মৃতি জড়িয়ে আছে। ল্যাংচা ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি। এর স্বাদ এবং গঠন গোলাপ জাম মিষ্টির সাথে কিছুটা মিল রয়েছে। কিন্তু, উপাদান এবং আকৃতির দিক থেকে ভিন্ন। ল্যাংচা খোয়া/মাওয়া এবং পনির/চেনা দিয়ে তৈরি করা হয়। ল্যাংচা মিষ্টি লেডি কেনিং, পান্তুয়া এবং গোলাপ জামের চেয়ে লম্বা এবং নলাকার আকৃতির হয়।
আপনি চাইলে শক্তিগড়ের হাইওয়ে যে কোনো দোকান থেকে ল্যাংচা মিষ্টির স্বাদ নিতে পারেন। কলকাতা শহরে ল্যাংচা মিষ্টান্ন মিলবে, তবে শক্তিগড়ের ল্যাংচা স্বাদে ও মানে অনন্য। শক্তিগড় যেতে হলে আপনাকে কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে শক্তিগড় স্টেশনে নামতে হবে। সময় প্রায় দু" ঘন্টা লাগবে। ট্রেনের ভাড়া ২০ রুপি। এ ছাড়াও বর্ধমানগামী যে কোন বাসে চেপে শক্তিগড় যাওয়া যায়।
ল্যাংচা তৈরি করা হয় ময়দা, দুধের গুঁড়ো দিয়ে। ময়দা এবং দুধের গুঁড়ো সোডা এবং পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করা হয়। ঘি মিশিয়ে ডো তৈরি করা হয় নিয়মিত বিরতিতে। ভালোভাবে মিশিয়ে, ডো কয়েক ঘন্টার জন্য অপরিবর্তিত রাখা হয়। তারপর ডো হাত দিয়ে নলাকার আকৃতির টুকরোয় ভাগ করা হয়। নলাকার টুকরোগুলো তেলে ডুবিয়ে ভাজা হয়, যতক্ষণ না চারপাশে বাদামী রঙের খোসা তৈরি হয় এবং সেগুলো শক্ত হয়ে যায়। ভাজা নলাকার টুকরোগুলো তারপর চিনির সিরাপে সিদ্ধ করা হয়। তৈরি হয়ে গেলে, এগুলো আবার ঠান্ডা গোলাপের স্বাদযুক্ত বা এলাইচি স্বাদযুক্ত চিনির সিরাপযুক্ত একটি টবে ফিরিয়ে আনা হয়। কয়েক ঘন্টা ধরে নাড়িয়ে রাখলে, এই শক্ত টুকরোগুলো নরম এবং রসালো হয়ে যায়। তখন ল্যাংচা প্লেটে পরিবেশনের জন্য প্রস্তুত হয়।
ল্যাংচার মিষ্টির উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গ। এর উৎপত্তি ও নামকরণ নিয়ে মতভেদ রয়েছে। বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ সান্যালের রূপমঞ্জরী উপন্যাসে বর্ণিত কাহিনীকে প্রামাণ্য ধরে সাংবাদিক গৌতম ধনী কৃষ্ণনগর ও বর্ধমানের রাজ পরিবারের বৈবাহিক সম্পর্কের মধ্যে ল্যাংচার উৎপত্তির ইতিহাস খোঁজার করার চেষ্টা করেছেন। প্রথম কত সালে ল্যাংচা বানানো হয় তা' নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি। তবে ১৯০০ সাল থেকে ১৯১০ সালের ভেতরে প্রথম দোকান কৌশিক ঘোষের বাবার, যা জনশ্রুতি রয়েছে বলে জানা যায়। আবার, ল্যাংচার উৎপত্তি হয়েছিল ক্ষুদিরাম দত্ত নামে একজন নবীন ব্যক্তির হাত ধরে। যিনি পরবর্তীতে ল্যাংচা মহল প্রতিষ্ঠা করেছিলেন বলেও জানা যায়। তবে, একজন পঙ্গু (ল্যাংড়া বা বাংলায় ল্যাংচা) ব্রিটিশ অফিসার ল্যাংচা মিষ্টির প্রতি দুর্বলতার কথাও মানুষের মুখে ছড়িয়ে রয়েছে।
ল্যাংচা মিষ্টির শুরুর ইতিহাস সম্পর্কে জানা যায়, একজন মহারাজা/জমিদার বর্ধমানের কোনো মিষ্টান্ন কারিগরকে বলেন যে, তিনি ভাজা মিষ্টি খেতে চান। সেই কারিগর মহারাজাকে এক রকম ভাজা মিষ্টি বানিয়ে দেন। মিষ্টি খুবই সুস্বাদু হয়! যিনি ভাজা মিষ্টি তৈরি করেছিলেন তিনি ল্যাংড়া ছিলেন। ওনার সাথে মিলিয়ে মিষ্টির নাম হয় ল্যাংচা। ল্যাংচা রসের মিষ্টি, এর রং গাঢ় লাল অথবা কালচে বাদামী হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের শক্তিগড়ের ল্যাংচা মিষ্টি শুধু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেই নয়, ওড়িশা, বিহার, আসাম এবং ত্রিপুরার মতো রাজ্যেও জনপ্রিয়। উপমহাদেশের অন্যান্য স্থানেও লাংচার প্রচলন রয়েছে। বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জের ল্যাংচা মিষ্টির সুনাম রয়েছে। তবে শক্তিগড়ের ল্যাংচা পশ্চিম বঙ্গের জি. আই. পণ্য নয়।
শান্তিনিকেতন যাবার পথে যাত্রা বিরতিতে মিষ্টি খেতে খেতে দোকানীর সাথে কথা হয়। তিনি বাংলাদেশের বিভিন্ন খাবারের নাম জানেন এবং এসব খাবার খেতেও ইচ্ছুক। তিনি কখনো বাংলাদেশে না এলেও বেড়াতে এসে পদ্মার ইলিশ খাবেন বলে ইচ্ছা ব্যক্ত করেন। আমিও মজা করে শক্তিগড়ের ল্যাংচা মিষ্টির স্বাদ নিচ্ছি। ওহ আদি ও অকৃত্রিম স্বাদ! অবশ্যই ল্যাংচার ছোট-বড় সাইজ রয়েছে। শান্তিনিকেতন থেকে কলকাতা ফেরার পথেও গাড়ি শক্তিগড় বিরতি দেয়। আবার মনে পড়লো ল্যাংচা মিষ্টির কথা! দ্বিতীয়বারের মতো ল্যাংচার স্বাদ নিতে আমি ভুলিনি। আপনি হলে কি করতেন? একটু ভাবুন তো!
লেখক: ব্যাংকার ও গল্পকার।
পাঠকের মতামত:
- রাজবাড়ীতে কম্বল, হুইল চেয়ার, গবাদিপশু বিতরণ ও সোলার লাইট স্থাপন
- অবৈধভাবে জন্মনিবন্ধন করায় কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
- গৌরনদীতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজদের মিলন মেলা
- আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- ১৩ নভেম্বর ঘিরে খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ
- শিবগঞ্জে সরকারের উপহারের বাড়ি ফেলে ভারতে অবস্থান মুক্তিযোদ্ধার
- ব্যালট ছাপাতে কেপিএম থেকে ৯১৪ টন কাগজ কিনছে ইসি
- সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে যাত্রী নিহত
- প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা গ্রহণ করবে এসএমসি এন্টারপ্রাইজ
- দেশের বাজারে ওমোদা ৯ পিএইচইভি গাড়ি উন্মোচন
- কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন বিকল, ঈশ্বরদীতে প্রায় এক ঘণ্টা বিলম্ব
- নোয়াখালীতে এরাবিয়ান সিটি নামে হাউসিং সোসাইটির উদ্বোধন
- টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা
- শক্তিগড়ের ল্যাংচায় বাঙালির নস্টালজিয়া
- আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে বদলে যাচ্ছে চরবাসীর জীবনমান
- চাটমোহরে প্রার্থী বাতিলের দাবিতে বিএনপির বিশাল সমাবেশ
- তারাকান্দায় ৩১ দফার লিফলেট বিতরণ
- ‘সান্তোসে বিশৃঙ্খলা চরমে’
- ‘নির্বাচন হলে জামায়াত-এনসিপির অস্তিত্ব থাকবে না’
- গণহারে ভিসা বাতিলের পরিকল্পনা করছে কানাডা, বাংলাদেশ-ভারত বিশেষ নজরে
- ঘরে বসেই দেখা যাবে জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন গ্রেপ্তার
- বিদ্যুৎ বন্ধ করেনি আদানি, এলো ৮৫৬ মেগাওয়াট
- ‘১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে’
- ‘জুলাই সনদ বাস্তবায়ন-গণভোট বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে’
- নির্বাচন পর্যবেক্ষণে সর্বদলীয় সমর্থন চাইছে কমনওয়েলথ
- ফোবানার নতুন সভাপতি বেলাল, নির্বাহী সচিব রউফ
- ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাদ্রিদে
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নিমে নিরাময় হয় যে সব রোগের
- জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায়
- ‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’
- নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
- নড়াইলের হাটবাজারে পাকা তালের সমারোহ, তবে দাম বেশি
- কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
- হাজারো মানুষের তারুণ্যের জাগরণ ‘অনন্যা’
- উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
- আবারো রগ কেটে হত্যার রাজনীতি শুরু হয়েছে : মোমিন মেহেদী
- ‘ভারত নোংরা খেলা খেলতে পারে, দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান’
- 'যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না'
- মেক্সিকোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
- আজ জালালপুর গণহত্যা দিবস
- মামদানির জয়, প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্ক
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
-1.gif)








