শক্তিগড়ের ল্যাংচায় বাঙালির নস্টালজিয়া
ফাত্তাহ তানভীর রানা
কলকাতা থেকে শান্তিনিকেতন যাবার পথে রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস কিছু সময়ের জন্য থামলো। চারপাশ জুড়ে দেখি সব ল্যাংচার দোকান! বিভিন্ন নামের শেষে ল্যাংচা। ল্যাংচা কুঠির, ল্যাংচা বাড়ি, ল্যাংচা ভবন, ল্যাংচা নিলয়, ল্যাংচা ঘর, ল্যাংচা ধাম, আসল ল্যাংচা, ল্যাংচা খোর, আদি ল্যাংচাসহ বিভিন্ন নামে প্রায় ৫০ টির বেশি দোকান রয়েছে রাস্তার দুই পাশ জুড়ে। ম্যাপে দেখলাম, বর্ধমানের কাছাকাছি শক্তিগড়। শক্তিগড় হাওড়া-বর্ধমান প্রধান লাইন এবং হাওড়া-বর্ধমান কর্ডের উপর অবস্থিত একটি রেলওয়ে জংশন। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি শহরতলি।
শক্তিগড়ের ল্যাংচা শুধু একটি মিষ্টান্ন? বরং, ল্যাংচা বাঙালির কাছে নস্টালজিয়ার প্রতীক। পত্রিকায় পড়েছিলাম অভিনেতা ফেরদৌস শান্তিনিকেতন শুটিংয়ে যাবার সময় ল্যাংচা মিষ্টি উপভোগ করেছিলেন। শুধু কি নায়ক ফেরদৌস লাংচা খেয়েছিলেন? লাংচার সাথে সুনীল গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ এবং উত্তম কুমারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের নাম ও স্মৃতি জড়িয়ে আছে। ল্যাংচা ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি। এর স্বাদ এবং গঠন গোলাপ জাম মিষ্টির সাথে কিছুটা মিল রয়েছে। কিন্তু, উপাদান এবং আকৃতির দিক থেকে ভিন্ন। ল্যাংচা খোয়া/মাওয়া এবং পনির/চেনা দিয়ে তৈরি করা হয়। ল্যাংচা মিষ্টি লেডি কেনিং, পান্তুয়া এবং গোলাপ জামের চেয়ে লম্বা এবং নলাকার আকৃতির হয়।
আপনি চাইলে শক্তিগড়ের হাইওয়ে যে কোনো দোকান থেকে ল্যাংচা মিষ্টির স্বাদ নিতে পারেন। কলকাতা শহরে ল্যাংচা মিষ্টান্ন মিলবে, তবে শক্তিগড়ের ল্যাংচা স্বাদে ও মানে অনন্য। শক্তিগড় যেতে হলে আপনাকে কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে শক্তিগড় স্টেশনে নামতে হবে। সময় প্রায় দু" ঘন্টা লাগবে। ট্রেনের ভাড়া ২০ রুপি। এ ছাড়াও বর্ধমানগামী যে কোন বাসে চেপে শক্তিগড় যাওয়া যায়।
ল্যাংচা তৈরি করা হয় ময়দা, দুধের গুঁড়ো দিয়ে। ময়দা এবং দুধের গুঁড়ো সোডা এবং পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করা হয়। ঘি মিশিয়ে ডো তৈরি করা হয় নিয়মিত বিরতিতে। ভালোভাবে মিশিয়ে, ডো কয়েক ঘন্টার জন্য অপরিবর্তিত রাখা হয়। তারপর ডো হাত দিয়ে নলাকার আকৃতির টুকরোয় ভাগ করা হয়। নলাকার টুকরোগুলো তেলে ডুবিয়ে ভাজা হয়, যতক্ষণ না চারপাশে বাদামী রঙের খোসা তৈরি হয় এবং সেগুলো শক্ত হয়ে যায়। ভাজা নলাকার টুকরোগুলো তারপর চিনির সিরাপে সিদ্ধ করা হয়। তৈরি হয়ে গেলে, এগুলো আবার ঠান্ডা গোলাপের স্বাদযুক্ত বা এলাইচি স্বাদযুক্ত চিনির সিরাপযুক্ত একটি টবে ফিরিয়ে আনা হয়। কয়েক ঘন্টা ধরে নাড়িয়ে রাখলে, এই শক্ত টুকরোগুলো নরম এবং রসালো হয়ে যায়। তখন ল্যাংচা প্লেটে পরিবেশনের জন্য প্রস্তুত হয়।
ল্যাংচার মিষ্টির উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গ। এর উৎপত্তি ও নামকরণ নিয়ে মতভেদ রয়েছে। বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ সান্যালের রূপমঞ্জরী উপন্যাসে বর্ণিত কাহিনীকে প্রামাণ্য ধরে সাংবাদিক গৌতম ধনী কৃষ্ণনগর ও বর্ধমানের রাজ পরিবারের বৈবাহিক সম্পর্কের মধ্যে ল্যাংচার উৎপত্তির ইতিহাস খোঁজার করার চেষ্টা করেছেন। প্রথম কত সালে ল্যাংচা বানানো হয় তা' নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি। তবে ১৯০০ সাল থেকে ১৯১০ সালের ভেতরে প্রথম দোকান কৌশিক ঘোষের বাবার, যা জনশ্রুতি রয়েছে বলে জানা যায়। আবার, ল্যাংচার উৎপত্তি হয়েছিল ক্ষুদিরাম দত্ত নামে একজন নবীন ব্যক্তির হাত ধরে। যিনি পরবর্তীতে ল্যাংচা মহল প্রতিষ্ঠা করেছিলেন বলেও জানা যায়। তবে, একজন পঙ্গু (ল্যাংড়া বা বাংলায় ল্যাংচা) ব্রিটিশ অফিসার ল্যাংচা মিষ্টির প্রতি দুর্বলতার কথাও মানুষের মুখে ছড়িয়ে রয়েছে।
ল্যাংচা মিষ্টির শুরুর ইতিহাস সম্পর্কে জানা যায়, একজন মহারাজা/জমিদার বর্ধমানের কোনো মিষ্টান্ন কারিগরকে বলেন যে, তিনি ভাজা মিষ্টি খেতে চান। সেই কারিগর মহারাজাকে এক রকম ভাজা মিষ্টি বানিয়ে দেন। মিষ্টি খুবই সুস্বাদু হয়! যিনি ভাজা মিষ্টি তৈরি করেছিলেন তিনি ল্যাংড়া ছিলেন। ওনার সাথে মিলিয়ে মিষ্টির নাম হয় ল্যাংচা। ল্যাংচা রসের মিষ্টি, এর রং গাঢ় লাল অথবা কালচে বাদামী হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের শক্তিগড়ের ল্যাংচা মিষ্টি শুধু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেই নয়, ওড়িশা, বিহার, আসাম এবং ত্রিপুরার মতো রাজ্যেও জনপ্রিয়। উপমহাদেশের অন্যান্য স্থানেও লাংচার প্রচলন রয়েছে। বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জের ল্যাংচা মিষ্টির সুনাম রয়েছে। তবে শক্তিগড়ের ল্যাংচা পশ্চিম বঙ্গের জি. আই. পণ্য নয়।
শান্তিনিকেতন যাবার পথে যাত্রা বিরতিতে মিষ্টি খেতে খেতে দোকানীর সাথে কথা হয়। তিনি বাংলাদেশের বিভিন্ন খাবারের নাম জানেন এবং এসব খাবার খেতেও ইচ্ছুক। তিনি কখনো বাংলাদেশে না এলেও বেড়াতে এসে পদ্মার ইলিশ খাবেন বলে ইচ্ছা ব্যক্ত করেন। আমিও মজা করে শক্তিগড়ের ল্যাংচা মিষ্টির স্বাদ নিচ্ছি। ওহ আদি ও অকৃত্রিম স্বাদ! অবশ্যই ল্যাংচার ছোট-বড় সাইজ রয়েছে। শান্তিনিকেতন থেকে কলকাতা ফেরার পথেও গাড়ি শক্তিগড় বিরতি দেয়। আবার মনে পড়লো ল্যাংচা মিষ্টির কথা! দ্বিতীয়বারের মতো ল্যাংচার স্বাদ নিতে আমি ভুলিনি। আপনি হলে কি করতেন? একটু ভাবুন তো!
লেখক: ব্যাংকার ও গল্পকার।
পাঠকের মতামত:
- উৎসবমুখর পরিবেশে সোনাতলায় সরস্বতী পূজা
- এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানালেন এস এস জিলানী
- বিদ্যা দেবীর আবাহনে মুখর কাপ্তাই, মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা
- মুক্তাগাছায় জামায়াতের বিশাল শোডাউন দিয়ে প্রচারণা শুরু
- তালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবের
- শ্রীনগরে ডোবা থেকে অটো চালকের মৃতদেহ উদ্ধার
- রূপপুর প্রকল্পে ব্যয় সমন্বয়, জিওবি খাতে সাশ্রয় ১৬৬ কোটি টাকা
- শ্রীনগরে বিএনপির নির্বাচনী মিছিল পথসভা
- কণ্ঠস্বর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে আবেগে ভেঙে পড়লেন রানি
- ২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা
- হাদি হত্যা, ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে
- সোনার দাম ভরিতে কমলো ৩১৪৯ টাকা
- কাপ্তাইয়ে দীপেন দেওয়ানের প্রথম জনসভায় মানুষের উপচে পড়া ভিড়
- ‘পিছু হটার সুযোগ নেই’, গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প
- ছুটির দিনে ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর
- ‘২৪ ঘণ্টার আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ’
- ‘কাউকে এক পয়সাও চাঁদাবাজি করতে দেওয়া হবে না’
- ‘শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে’
- ‘ভবিষ্যৎ ভোটের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন’
- ‘কমিউনিস্ট পার্টিকে বেআইনী রাখা চলবে না’
- সাতক্ষীরায় জামাতের নির্বাচনী পথসভা ও মিছিল
- গোপালগঞ্জ- ১ আসনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা
- ‘আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে’
- রাজবাড়ী- ২ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- ২০০ বছরের ঐতিহ্যবাহী বাজিদাদপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- খুদে কবিদের পদভারে মুখর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








