E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ শহরে যানজট নিরসনে পুলিশের ম্যারাথন অভিযান

২০১৭ অক্টোবর ১৯ ১৭:৩১:১৮
নওগাঁ শহরে যানজট নিরসনে পুলিশের ম্যারাথন অভিযান

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরে ভয়াবহ যানজট নিরসনে পুলিশ অবশেষে ম্যারাথন অভিযান শুরু করেছে। গত ৭ অক্টোবর থেকে শহরে অবৈধ ভাবে চলাচলকারী যানবাহন আটক কার্যক্রম অব্যাহত রাখায় কিছুটা হলেও শহরে যানজট কমতে শুরু করেছে। বর্তমানে শহর বাসী আগের তুলনায় কিছুটা হলেও স্বস্তিতে চলাচল করতে পারছেন।

তবে যানজট নিরসনে নওগাঁ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ উঠেছে। শহরে অভৈধভাবে চলাচলকারী যানবাহনগুলো যখন পুলিশ আটক করছে, ঠিক তখনই নওগাঁ পৌরকর্তৃপক্ষ ব্যাটারী চালিত অবৈধ টমটম, রিক্সা ও ভ্যানের নতুন করে লাইসেন্স দিয়ে শহরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি করছে। ফলে পৌরবাসীকে যানজটের যন্ত্রনার দিকেই ঠেলে দিচ্ছে পৌরকর্তৃপক্ষ। বিষয়টি শহরের সচেতন মানুষকে ভাবিয়ে তুলেছে।

জানা গেছে, জীবন ও জীবিকার তাগিদে গ্রামের মানুষ শহরমুখী হচ্ছে। সেকারণে গত ৪ বছরে নওগাঁ শহরের মানুষ বৃদ্ধি পেয়েছে প্রায় চারগুন হয়েছে। কিন্তু বাড়েনি শহরের রাস্তা-ঘাটের প্রশস্থতা। লোকসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে অপরকিল্পিত ভাবে শহরে বৃদ্ধি পাচ্ছে, ব্যাটারি চালিত টমটম, ভ্যান, রিক্সা এবং সিএনজি। ফলে শহরের যানজটের পরিমাণও বৃদ্ধি পেয়েছ। যানজটের ভোগান্তি এবং যানবাহনের শব্দে অতীষ্ট শহরবাসী। শহরের যত্রতত্র গাড়ি পার্কিং এবং লাইসেন্স বিহীন গাড়ি অবৈধভাবে চলাচলে যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের তাজের মোড় থেকে তুলশীগঙ্গা ব্রিজ পর্যন্ত ঢাকাগামী বাস ষ্ট্যান্ড ও ট্রাক বন্দোবস্তকারী সমবায় সমিতি (দালাল অফিস) থাকায় মান্ধাত্বার আমলের সেই সরু রাস্তার দু’পাশে বাস ও ট্রাক দাঁড় করিয়ে রেখে ধোয়া-মোছার কাজ করা হয়। এছাড়া সরু রাস্তার ওপর যখন বড় বড় বাস-ট্রাক ঘোড়ানো হয়, তখন রাস্তার দুই দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি করে।

তারা পুলিশকেও মানতে চায়না। যানজট নিরসন এবং জনভোগান্তি কমাতে তাদের কোন ভুমিকা আছে বলে অবস্থা দৃষ্টে মনে হয়না। পথচারীসহ সাধারন মানুষের এই ভোগান্তি লাঘবে গত ৭ অক্টোবর থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু করেছে নওগাঁ ট্রাফিক পুলিশ। এ কয়দিনে শহরের বাইরে থেকে আসা অন্তত ৩শ’ টি ব্যাটারি চালিত টমটম, ভ্যান ও রিক্সা আটক করেছে পুলিশ। এসব গাড়ি নওগাঁ পুলিশ লাইন্স মাঠে রাখা হয়েছে। আটককৃত এসব গাড়ি কোন রকম জরিমানা ছাড়াই নিজ নিজ এলাকায় গাড়ি চালানোর শর্তে ৩-৪ দিন আটক করে রেখে গাড়িগুলো ছেড়ে দিচ্ছে পুলিশ। শহরে যানজট সৃষ্টি করবে না মর্মে এসব মালিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে গাড়িগুলো ছেড়ে দেয়া হচ্ছে। এতে বিভিন্ন ইউনিয়ন বা উপজেলা থেকে আসা টমটম, রিক্সা বা ভ্যানগাড়ি আগের মত আর শহরে প্রবেশ না করায় শহরের যানজট কিছুটা হরেও কমতে শুরু করেছে।

তবে যানজট নিরসনে পুলিশের এই পদক্ষেপ কতদিন স্থায়ী থাকবে তা নিয়েও শহরবাসীকে ভাবিয়ে তুলেছে। শহরের বাইরে থেকে আসা এসব ব্যাটারী চালিত যানগুলি পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে নতুন করে লাইসেন্স করতে ছুটছে নওগাঁ পৌরসভা কার্যালয়ে। সেখানে অতিসহজে এবং অল্প সময়ে লাইসেন্স পেতে দালালের কাছে গুনতে হচ্ছে অতিরিক্ত ৫শ. থেকে ১ হাজার টাকা। নওগাঁ পৌরসভা যানবাহন ইন্সপেক্টর নুরুল ইমলাম মন্টু সাংবাদিকদের বলেন, লাইসেন্সকৃত শহরের টমটম আছে প্রায় ১ হাজার ৪শ’টি। এগুলো নবায়ন করা হচ্ছে, প্রতিটি টমটম ৪শ’ টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ১৫০ টাকায়। নতুন টমটমের ক্ষেত্রে লাইসেন্স ৫শ’ টাকা করে নেয়া হচ্ছে। অফিসের বাইরে যদি কেউ কাউকে অতিরিক্ত টাকা দিয়ে থাকে এ বিষয়টি আমার জানা নেই।

এদিকে শহরে যানজট কমাতে বিগত ২০১৪ সাল থেকে ব্যাটারি চালিত টমটম, ভ্যান ও রিক্সার লাইসেন্স দেয়া বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে নওগাঁ পৌরকর্তৃপক্ষ শহরে যানজটের কারনে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা না করে নতুন করে লাইসেন্স দেয়ায় সচেতন শহরবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। এক্ষেত্রে রাজনৈতিক মদদ রয়েছে বলেও সূত্র দাবী করেছে।

এ ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন বলেন, শহরে ভয়াবহ যানজট সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। সমস্যা সমাধানে যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করা হয়েছে। আলোচনা ফলপ্রসু হলেও কার্যক্ষেত্রে সুফল মেলেনি। তাই জনস্বার্থে পুলিশ অভিযান শুরু করেছে। প্রাথমিক ভাবে কিছু গরিব লোক ক্ষতিগ্রস্ত হলেও শহরের যানজট রোধে এ পদক্ষেপের কোন বিকল্প ছিল না। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

(বিএম/এসপি/অক্টোবর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test