E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নোটারী পাবলিকের বিয়ে আইনগত সিদ্ধ হবেনা’

২০১৭ ডিসেম্বর ২০ ১৫:৫৩:৫০
‘নোটারী পাবলিকের বিয়ে আইনগত সিদ্ধ হবেনা’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নোটারী পাবলিকের মাধ্যমে যে বিয়ে পড়ানো হয়ে থাকে তা আইনগত সিদ্ধ হবে না। নিবন্ধিত বিয়ের কাজী ছাড়া অন্য কোন কাজী বিবাহও পড়াতে পারবেনা। সেক্ষেত্রে প্রতিটি কাজীকে আইডি কার্ড প্রদান করা হবে।

বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে বাল্যবিয়ে প্রতিরোধে করনীয় নির্ধারনে মঙ্গলবার অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উল্লেখিত কথাগুলো বলেছেন।

গার্লস নট ব্রাইটস জোট বরিশালের আয়োজনে এবং যৌণ ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধকরন প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোর্তুজা রেজা হারুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি এ্যাডভোকেট এসএম ইকবাল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, ব্র্যাক প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডল, সূবর্ণা খাতুন, সোহানুর রহমান সোহান প্রমুখ। এছাড়াও সভায় সমাজ সেবক, বেসরকারী উন্নয়নমুলক সংস্থার প্রতিনিধি, আইনজীবী ও সুশীল সমাজের ৩০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় জেলার দশটি উপজেলার প্রতিটি ইউনিয়নের দূর্গম এলাকার ইউপি সদস্যকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধের কাজে অন্তভূক্ত করার প্রস্তাব আনা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সাল থেকে নারীকে পরিবার ও সমাজের চালিকা শক্তি হিসেবে বিবেচনা করে তাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষে ব্র্যাক কাজ করে যাচ্ছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test