E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আগৈলঝাড়ায় ৬শ নারী কর্মী বাংলাদেশকে পরিচিত করেছে বিদেশে’ 

২০১৭ ডিসেম্বর ২২ ১৫:০৩:৩১
‘আগৈলঝাড়ায় ৬শ নারী কর্মী বাংলাদেশকে পরিচিত করেছে বিদেশে’ 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : স্থানীয় তথা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রেখে বৈদেশিক মূদ্রা অর্জনে সহায়তাকারী ৬শ নারী উৎপাদনকারীকে নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় হস্তজাত শিল্প প্রতিষ্ঠান ‘প্রকৃতি বাংলাদেশ’ এর বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার কালুরপাড় বিবর্তন হ্যান্ড মেইড পেপার প্রজেক্ট অফিস আঙ্গিনায় প্রকৃতি বাংলাদেশ এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল থেকে মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে চলে অতিথিদের ভাষণ। অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন সেচ্ছাসেবী সংগঠন “প্রকৃতি বাংলাদেশ’ এর মাদার প্রকল্প এমসিসি (মেনোনাইট সেন্ট্রাল কমিটি) আমেরিকা’র কান্ট্রি প্রতিনিধি মি. জর্জ।

প্রধান অতিথি মি. জর্জ তার বক্তব্যে প্রকৃতি’র ভুয়সী প্রশংসা করে বলেন, ১৯৮৭ সালে আগৈলঝাড়ায় কেয়া পাম হ্যান্ডি ক্রাফট্স মাত্র ৭ জন নারী কর্মী নিয়ে ৬লাখ ডলার মূল্যের রপ্তানী বাজারে প্রবেশ করে। যা আজ ইংল্যান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে ২০লাখ ডলারের উৎপাদিত হস্তশিল্প রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মূদ্রা অর্জন করছে। উপজেলার ৫টি প্রকল্পে ১শ ৩৫জন ষ্টাফ ও ১হাজার অনিয়মিত, ৬শ নিয়মিত নারী কর্মীর অক্লান্ত প্রচেষ্টায় তাদের উৎপাদিত হস্তশিল্পের পণ্য সামগ্রী কারণে আগৈলঝাড়ার তথা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পরিচিতি করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৃতি বাংলাদেশ এর পরিচালক এলিজাবেথ, এমসিসি কান্ট্রি প্রতিনিধি মি. জর্জ স্ত্রী লিওরা, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২এর জেনালে ম্যানেজার হেম চন্দ্র বৈদ্য, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসীম সরদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ডেন্টাল সার্জন অমূল্য রতন বাড়ৈ, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, ব্যবসায়ি শাহ আলম হাওলাদার। এছাড়াও প্রকৃতি প্রকল্প ম্যানেজার সজল দত্ত, পাপড়ী মন্ডল, জগন্নাথ দত্ত, কালীপদ অধিকারী, ডিজাইনার খোকন সমদ্দার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test