E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জোর করে তুলে নিয়ে নিখোঁজ করা হিউমেনেটির বিরুদ্ধে একটি ঘৃণ্য অপরাধ’

২০১৭ ডিসেম্বর ২৩ ১৮:১৪:২৮
‘জোর করে তুলে নিয়ে নিখোঁজ করা হিউমেনেটির বিরুদ্ধে একটি ঘৃণ্য অপরাধ’

ঠাকুরগাঁও প্রতিনিধি : জোড় করে তুলে নিয়ে নিখোঁজ করা হয় এটা হিউমেনেটির বিরুদ্ধে একটি ঘৃণ্য অপরাধ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিসংঘে এটার একটি চার্টার রয়েছে। এটার চরম শাস্তি মৃত্যুদন্ড এবং অনেক দেশেই এর বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন, রিসেন্টলি মানবাধিকার সংস্থা গুলো একটি রিপোর্ট দিয়েছে যে তিন মাসে গুম হয়েছে ১৫১জন। যার মধ্যে বড় ব্যবসায়ী, সাহিত্যিক, দার্শনিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পত্রিকার সম্পাদক থেকে শুরু করে সাংবাদিককে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছিলো। এদের মধ্যে কয়েকজনকে কিছুদিনেই ফেরত দেওয়া হয়েছিলো। আর সেটা হয়েছে একটা আন্দোলনের মধ্য দিয়ে। এর বিরুদ্ধে সারা দেশে একটি আন্দোলন গড়ে উঠেছিলো। আন্তরজার্তিক বিশ্ব থেকে বিশেষ করে ইউরোপিয়ান পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টে এগুলো নিয়ে যখন খুব বেশি কথা হয়েছে তখন কয়েকজনকে ফিরে আসতে দেখা গেলো।

শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের আশ্রম পাড়ায় হাওলাদার কমিউনিটি সেন্টারে এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি ।

ফখরুল আরো বলেন, আমাদের প্রশ্ন সেখানেই। কেন ? কি জন্য.? কি কারনে এই ধরনের মানুষগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে.? একটাই মাত্র কারন আমরা বলছি সেটা হচ্ছে সরকারের সঙ্গে ভিন্ন মত পোষন করা। বর্তমান সরকারের বিরুদ্ধে যারাই ভিন্ন মত প্রকাশ করবে তাদেরই গুম করা হবে।

বাংলাদেশে গুমের রাজনীতি এর আগে আমরা দেখিনাই বলা যায়। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রোফেসনাল, ব্লগার তাদের অনেককেই গুম করে ফেলা হচ্ছে। গুম করে ফেলার পর তাদের আর কোন সংবাদ পাওয়া যাচ্ছেনা। এ সরকার আসার পর থেকেই দেশে গুমের রাজনীতির প্রচলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় অন্যদের মাধ্যে উপস্তিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন লাল,সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।

(এফআইআর/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test