E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে ২য় ধাপের উপজেলা নির্বাচন ২১ মে

২০২৪ মে ০৩ ১৬:১৮:১৪
ধামরাইয়ে ২য় ধাপের উপজেলা নির্বাচন ২১ মে

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে ৬ জন চেয়ারম্যান পদে ৫ জন করে ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ধামরাই উপজেলা নির্বাচন ২ য় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ধামরাইয়ে উপজেলা চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে উপজেলা নির্বাচন কমিশন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছেন। শান্তি পূর্ণভাবে প্রতীক পেয়েই পোষ্টার ছাপিয়ে মাঠে নেমে পরেছেন প্রার্থীরা। নির্বাচনী মাঠ অনেকটা সরগরম হয়েছে।

প্রতীক পেয়েই স্ব স্ব প্রার্থীরা তাদের নেতা কর্মীদের মাঝে মিষ্টি মুখ করিয়েছেন। প্রার্থীরা রাতেই মিছিল বের করেছে। বেড়িয়ে পরেছে ভোট প্রার্থনায়।

আজ সকালে ইসলাম পুর মাছের আড়তে ভোট প্রার্থনায় নামেন সাবেক ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ম্হোাদ্দেছ হোসেন। তিনি পেয়েছেন ঘোড়া মার্কা প্রতীক। এই মোহাদ্দেছ হোসেন গেলো জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহামদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৪ হাজার ভোট পেয়েছিলেন।এবার যারা প্রাথী হয়েছেন উপজেলা নির্বাচনে তারা সবাই আওয়ামীলীগের বিভিন্ন পদে অবস্থান করছেন। প্রতিযোগিতায় একটি হিসেব অনুধাবন করা যাবে।

এবারে নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী :
ক) খালেদ মাসুদ খান লালটু (যুগ্ম সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সানোড়া ইউপি চেয়ারম্যান )-মোটর সাইকেল মার্কা।
খ) আলহাজ্ব আহাম্মদ হোসেন (সভাপতি ধামরাই উপজেলা কৃষক লীগ ও সাকে বালিয়া ইউপি চেয়ারম্যান)-কই মাছ।
গ) মোঃ আব্দুল লতিফ-(সাবেক সদস্য ঢাকা জেলা আওয়ামী যুবলীগ)-আনারস মার্কা।
ঘ) সুধীর চৌধুরী (সহ-সভাপতি ধামরাই উপজেলা আওয়ামী লীগ)-হেলিকপ্টার মার্কা।
ঙ) এডভোকেট সোহানা জেসমিন মুক্তা (আইন বিষয়ক সম্পাদক ঢাকা জেলা আওযামী লীগ ও বর্তমানে ধামরাইয়ে ভার প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান)-দোয়াত কলম।
চ) মোঃ মোহাদ্দেস হোসেন (সাংগঠনিক সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সাবেক উপজেলা পরিষদের চেয়াম্যান ছিলেন)-ঘোড়া মার্কা।

ভাইস চেয়ারম্যান প্রার্থী :
ক) মো.সিরাজ উদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ ও সদ্য পদত্যাগ কার ও সাবেক ভাইস চেয়ারম্যান)-চশমা মার্কা।
খ) মো. হাফিজুর রহমান (সদস্য ঢাকা জেলা যুবলীগ)-টিউবওলে মার্কা।
গ) জুয়েল রানা-কোন পদ পদবী নাই(আওয়ামী মতাদর্শী)-বই
মার্কা।
ঘ) ইমরান খান-কোন পদ পদবী নাই (আওয়ামী মতাদর্শী)-তালা চাবি।
ঙ) মোঃ আব্দুর রহমান খান-মুক্তিযোদ্ধা কমান্ডার ধামরাই উপজেলা-বৈদ্যুতিক বাল্ব।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী :
ক) আফরোজা আক্তার (ধামরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক)-ফ্যান মার্কা।
খ) আন্নিছা লাভলী (আওয়ামী মতাদর্শী)-প্রজাপতি মার্কা।
গ) খোদেজা বেগম (আওয়ামী মতাদর্শী ও সাহিত্য প্রেমী)-কলস মার্কা।
ঘ) জয়া হোসেন (আওয়ামী মতাদর্শী)-ফুটবল মার্কা।
ঙ) সুরাইয়া আক্তার (আওয়ামী মতাদর্শী)- হাঁস মার্কা।
এবারে উপজেলা নির্বাচনে অন্য কোনো দলের প্রার্থী নেই বলে জানা গেছে।

(ডিসিপি/এএস/মে ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test