E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বিনামূল্যে নতুন বই পাবে প্রায় ২০ হাজার শিক্ষার্থী

২০১৭ ডিসেম্বর ২৮ ১৬:৫২:৪৭
আগৈলঝাড়ায় বিনামূল্যে নতুন বই পাবে প্রায় ২০ হাজার শিক্ষার্থী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বই উৎসবে সরকারের বিনামূল্যে নতুন বই পাবে আগৈলঝাড়া উপজেলার ১৩৪টি বিদ্যালয়ের প্রায় ২০হাজার শিক্ষার্থী।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার জানান, অন্যান্য বছর বই সংকটের মধ্য দিয়ে উপজেলায় বই বিতরণ করা হলেও এবছর চাহিদার সকল বই সরকার সরবরাহ করায় কোন ঘাটতি ছাড়াই বই বিতরণ করা সম্ভব হবে।

বছরের প্রথম দিনে বই উৎসবে উপজেল সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সমপর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতির পিতার ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি বিনামূল্যে নতুন বই বিতরণের উদ্বোধন করবেন।

তিনি আরও জানান, উপজেলায় ৬৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২৯টি নতুন জাতীয় করণ প্রাথমিক বিদ্যালয়, ২০টি এনজিও স্কুল, ১৬টি কেজি স্কুল, ১টি শিশু নিকেতন ও নতুন উদ্বোধনের অপেক্ষায় থাকা ১টি স্কুল নিয়ে ১৫শ প্রকল্পের ৩টি স্কুলসহ সর্বমোট ১৩৪টি প্রাথমি বিদ্যালয়ের অনুকুলে ১৯হাজার ৬শ ৯০সেট বই ইতোমধ্যেই সংশ্লিষ্ঠ স্কুলগুলোতে পৌছে দেয়া হয়েছে।

বইয়ের চাহিদা প্রসঙ্গে শিক্ষা কর্মকর্তা জানান, প্রথম শ্রেণিতে ৩৯৫০সেট, দ্বিতীয় শ্রেণিতে ৩৯৪০ সেট, তৃতীয় শ্রেণিতে ৪২শ সেট, চতুর্থ শ্রেণিতে ৩৮৫০সেট ও পঞ্চম শ্রেণিতে ৩৭২০সেটসহ সর্বমোট ১৯৬৯০সেট বই বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নতুন বই প্রদানের সময় বিভিন্ন স্কুলে খেলাধুলা, সরস্বতী পূজা ও ইদ-ই-মিলাদুন্নবীর চাঁদার নামে টাকা আদায় করে থাকে। এবছর কোন শিক্ষার্থীর কাছ থেকে কোন অযুহাতেই বই উৎসবে বই বিতরণের দিন কোন শিক্ষার্থীর কাছ থেকে একটি টাকাও গ্রহণ করা যাবে না। এর অন্যথায় ঘটলে সংশ্লিষ্ঠ স্কুল ও শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test