E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় শিশুদের মধ্যে বই বিতরণ করলেন আবদুল্লাহ এমপি

২০১৮ জানুয়ারি ০১ ১৫:৪২:০৫
আগৈলঝাড়ায় শিশুদের মধ্যে বই বিতরণ করলেন আবদুল্লাহ এমপি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বছরের প্রথম দিন বই উৎসবে বিনামূল্যের বই বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও জাতির পিতার ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি । 

সোমবার সকালে উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সরকারের বিনামূল্যের নতুন বই বিতরণের উদ্বোধন করেন।

সভায় প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, শিশুদের মধ্যে তিনি ’৭৫ এর ১৫ আগষ্ট ঘাতকের হাতে নির্মমভাবে নিহত তার ছেলে শুকান্ত বাবুকে দেখতে পান তিনি। সেই সুকান্ত বাবুদের মত কোমলমতি শিশুদের সরকার সু-শিক্ষায় শিক্ষিত করতে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণের করার মহতী উদ্যোগের অংশ হিসেবে এবছর সারাদেশে ২৬ হাজার ১শ ৯২টি স্কুলে ৪কোটি ৩৭লাখ ৬হাজার ৮শ ৯৫জন শিক্ষার্থীর মাঝে মোট ৩৫কোটি ৪২লাখ ৯০হাজার ১শ ৬৫টি বই বিতরণ করবে।

আগৈলঝাড়া উপজেলায় ৬৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২৯টি নতুন জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়, ২০টি এনজিও স্কুল, ১৬টি কেজি স্কুল, ১টি শিশু নিকেতন ও নতুন উদ্বোধনের অপেক্ষায় থাকা ১টি স্কুল নিয়ে ১৫শ প্রকল্পের ৩টি স্কুলসহ সর্বমোট ১৩৪টি প্রাথমি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ৩৯৫০সেট, দ্বিতীয় শ্রেণিতে ৩৯৪০সেট, তৃতীয় শ্রেণিতে ৪২শ সেট, চতুর্থ শ্রেণিতে ৩৮৫০সেট ও পঞ্চম শ্রেণিতে ৩৭২০সেটসহ সর্বমোট ১৯ হাজার ৬শ ৯০সেট বই বিতরণ করা হবে বলেও জানান তিনি।

উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, এসএমসি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, স্কুল প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলার সরকারী কর্মকর্তাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকগন উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test