E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইগাতীতে ধর্ষনের শিকার বাক-প্রতিবন্ধীর পাশে মহিলা পরিষদ

২০১৪ জুলাই ০৫ ১৬:৩৭:৪২
ঝিনাইগাতীতে ধর্ষনের শিকার বাক-প্রতিবন্ধীর পাশে মহিলা পরিষদ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ধর্ষনের শিকার বাক-প্রতিবন্ধী গারো শিশুটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

তারা ওই ধর্ষিতার পক্ষে সকল প্রকার আইনগত সহায়তা প্রদান এবং ধর্ষকের শাস্তির দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচী পালনেরও ঘোষণা দিয়েছেন।

শনিবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামে ওই ধর্ষিতা শিশুর বাড়ীতে হাজির হয়ে সমবেদনা জানান এবং সব সময় তাদের পাশে থাকার কথা জানান।

বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন সধারন সম্পাদিকা লুৎফুন্নাহার বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা নাসরিন রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসী, মরিয়মনগর ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত রেভারেন্ড ফাদারা সুবল কুজুর সিএসসি। মহিলা পরিষদ নেতৃবৃন্দকে কাছে পেয়ে ধর্ষিতা শিশুর পিতা-মাতা কান্নায় ভেঙ্গে পড়েন এবং তাদের অবুঝ শিশুর উপর নির্যাতনকারী নরপিশাচ সাহেব আলীর ফাঁসির দাবী জানান।

বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সভান্ত্রেী জয়শ্রী দাস লক্ষ্মী বলেন, শিশু ধর্ষনকারী নরপিশাচ সাহেব আলীর দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে ধর্ষিতার পরিবারকে সকল প্রকার আইনগত সহায়তা দেওয়া হবে। আইনী লড়াই ছাড়াও এজন্য জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান, জেলা শহরে মানববন্ধন কর্মসূচী পালন সহ প্রয়োজনে বৃহত্তর আন্দোলন কর্মসুচী গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ জুন ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া গ্রামের বাক প্রতিবন্ধী সাত বছর বয়সী এক গারো শিশুকে একই গ্রামের লম্পট সাহেব আলী জোরপূর্বক ধর্ষণ করে। স্থানীয়রা ধর্ষককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। ধর্ষক সাহেব আলী বর্তমানে কারাগারে রয়েছে।

(এইচবি/এটিআর/জুলাই ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test