E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

২০১৮ ফেব্রুয়ারি ০১ ১৮:৪৬:২৪
বরিশালে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে বৃহস্পতিবার দুপুরে একটি যাত্রীবাহী বাসে জনতার হাতে ধরা পড়েছে অজ্ঞান পার্টির ২ সদস্য। এরা হল মাদারীপুর জেলার চরমুগুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র জাকির হোসেন (৪০) ও গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রসিদ মোল্লার পুত্র জাহাঙ্গীর মোল্লা (৩২)। পরবর্তিতে তাদেরকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর গ্রামের মাছ ব্যবসায়ী যশোর এলাকায় মাছবিক্রি করে ৪ লাখ ১৫ হাজার টাকা নিয়ে সেভেন ষ্টার নামক একটি বাসে বরিশাল আসছিলেন। পথিমধ্যে তিনি ৪ সদস্যের অজ্ঞানপার্টির খপ্পরে পরেন। তারা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ব্যবসায়ীর সাথে থাকা টাকার ব্যাগ হাতিয়ে নেয় । এরপর ২ জন টাকার ব্যাগ নিয়ে কৌশলে বাস থেকে অন্য কোথাও নেমে যায়।

দুপুর দেড়টার দিকে বাসটি গৌরনদী বাসষ্ট্যান্ডে পৌছলে ব্যবসায়ী বমি করতে থাকেন। এসময় তার পাসের সিটে বসা অজ্ঞানপার্টির ২ সদস্য জাকির হোসেন (৪০) জাহাঙ্গীর মোল্লা (৩২) কৌশলে নেমে যাওয়ার চেষ্টা করে। এতে অন্যযাত্রীদের সন্দেহ হলে তারা ওই ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশের জিজ্ঞাশাবাদে তারা অজ্ঞানপার্টির সদস্য বলে স্বীকার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন ঘটনার সততা স্বীকার করেছেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test