E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নকল সরবরাহের দায়ে কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী বহিঃস্কার

২০১৮ ফেব্রুয়ারি ০৩ ১৮:৪৭:৩৯
নকল সরবরাহের দায়ে কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী বহিঃস্কার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : চলতি দাখিল পরীক্ষার দ্বিতীয়দিনে শনিবার জেলার গৌরনদী উপজেলার কাছেমাবাদ আলীয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে কক্ষ পরিদর্শককে তিন বছরের জন্য ও পরীক্ষার্থীকে চলতি পরীক্ষা থেকে বহিঃস্কার করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা আবু সাঈদ মোহাম্মদ কামেল জানান, শনিবার আরবী দ্বিতীয়পত্র পরীক্ষা শুরু হওয়ার পর বেলা সোয়া ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহম্মেদ রাসেল। তিনি ১০৩নং কক্ষে প্রবেশ করতেই তাহমিনা আক্তার নামের এক পরীক্ষার্থীকে কক্ষ পরিদর্শকের সামনে নকল করতে দেখতে পান। এ সময় পরীক্ষার্থীকে চলতি পরীক্ষা থেকে এবং নকল সরবরাহের অভিযোগে কক্ষ পরিদর্শক মাগুরা-মাদারীপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিনকে তিন বছরের জন্য বহিঃস্কার করা হয়েছে।

বহিঃস্কৃত পরীক্ষার্থী হোসনাবাদ মোল্লা মজিবুর রহমান দাখিল মাদ্রাসার ছাত্রী।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test