E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষকদের দ্বায়িত্বে অবহেলায় এসএসসি পরীক্ষা দিতে পারেনি এক শিক্ষার্থী

২০১৮ ফেব্রুয়ারি ০৭ ১৬:২৯:৫৫
শিক্ষকদের দ্বায়িত্বে অবহেলায় এসএসসি পরীক্ষা দিতে পারেনি এক শিক্ষার্থী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষকদের দ্বায়িত্বে অবহেলা ও উদাসীনতার কারনে এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে এক শিক্ষার্থী। এঘটনার বিচার চেয়ে ইউএনও এবং শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগের পর ঘটনা তদন্তে নেমেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল পশ্চিম গোয়াইল গ্রামের মৃত রমেশ মন্ডলের ছেলে রতন মন্ডলের।

সেলক্ষে ওই বিদ্যলয়ের শিক্ষক পান্না ফকির ও বিদ্যালয় অফিস সহকারী রেজাউল সরদার রতনের কাছে ফরম পূরণের জন্য অনৈতিকভাবে ১০ হাজার টাকা দাবি করেন। রতনের বিধমা মা শেফালী মন্ডল ছেলের ভবিষ্যততের কথা চিন্তা করে স্থানীয়ভাবে চরা সুদে টাকা এনে ৪৮০০টাকা তাদের হাতে তুলে দেন। পরীক্ষা শুরুর আগে স্কুলে প্রবেশপত্র আনতে গেলে স্কুল থেকে তাদের জানানো হয় রতনের নামে কোন প্রবেশপত্র আসেনি।

এ ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক মিয়া, শিক্ষক পান্না ফকির ও অফিস সহকারী রেজাউল সরদার রতনের বাড়ি গিয়ে রতনের কাছ থেকে স্কুল টাকা নেয়ার কথা অস্বীকার করে রতনকে হুমকী ধামকী দিয়ে মারধর করতে উদ্যত হন তারা। রতনের মা শেফালী মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে বিচার চেয়ে সোমবার অভিযোগ দায়ের করেন। শেফালী মন্ডল অভিযোগে আরও বলেন, শিক্ষকদের ভয় দেখানোর কারণে তার ছেলে রতন ওই রাতেই ঢাকা যেতে বাধ্য হয়।

প্রধান শিক্ষক নুরুল হক মিয়া বলেন, রতন তাদের ছাত্রই নয়। তাকে হাজিরা খাতায় রতনের নাম আাছে কি না জানতে চাইলে তিনি বলেন, রতনের নাম আছে, কিন্তু সে ক্লাশ করেনি। ফরম পুরণের জন্য রতনের কাছ থেকে টাকা নেয়ার কথা অস্বীকার করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটককে তদন্তের নির্দশ দেয়া হয়েছে।

উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক জানান, এসএসসি পরীক্ষায় ডিউটির জন্য এখনও তদন্তের কাজ শুরু করতে পারেননি তিনি। তবে শিঘ্রই তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test