E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : হানিফ

২০১৮ ফেব্রুয়ারি ০৭ ১৮:০৩:০৬
নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : হানিফ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি যদি কোন সন্ত্রাসী কর্মকান্ড কিংবা নাশকতামূলক কর্মকান্ডের চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে প্রতিরোধ করবে।

আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে বুধবার সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যান পরিদর্শনে এসে হানিফ বলেন, ১১ বছর কালক্ষেপন করে মামলাটি ধামাচাঁপা দিতে চেয়েছিল বিএনপি। সেটা ব্যার্থ হয়েছে। আদালত তার তথ্য উপাত্তের ভিত্তিতে যেটা যুক্তিযুক্ত মনে করবে সেটাই রায় দেবে। রায়ে কোন পক্ষ সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

হানিফ আরও বলেন, বিএনপির কোন নেতাকর্মীকে আটক করা হচ্ছেনা। বরং যারা পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছিলো, সন্ত্রাসী ও নাশকতার সাথে যারা জড়িতছিলো তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। এখন বিএনপির নেতারা যদি ঢাকায় বসে মনে করেন তারা বিএনপির নেতাকর্মী তাহলে তো জনগন বুঝে নিবে বিএনপি একটি সন্ত্রাসী দল।

মাঠ পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান, আওয়ামীলীগে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি, আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, পঙ্কজ নাথ এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রমুখ।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test