E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাইওয়ে সংলগ্ন জমি অন্যের দখলে 

অস্তিত্ব বিপন্ন হওয়ার আশংকায় পাবনা সুগার মিল 

২০১৮ ফেব্রুয়ারি ১৬ ১৬:১৩:৪২
অস্তিত্ব বিপন্ন হওয়ার আশংকায় পাবনা সুগার মিল 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর কালিকাপুরস্থ রাষ্ট্রায়াত্ত্ব ভারী শিল্প প্রতিষ্ঠান পাবনা সুগার মিলের সামনে হাইওয়ে সংলগন জমি অন্য ব্যবসা প্রতিষ্ঠানের দখলে চলে যাওয়ায় কর্তৃপক্ষ এবং আখচাষীরা মিলের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশংকা প্রকাশ করেছেন । মিলজোন এলাকা এবং মিলের সীমানা প্রাচীরের পূর্বাংশে নিটল-টাটা গ্রুপ স্থাপনা তৈরীর উদ্যোগ গ্রহণ করে এসব জমি তারা করায়ত্ব করছেন।

মিল সূত্র জানায়, পাবনা সুগার মিলের প্রতিদিন ১,৫০০ মেঃটন আখ মাড়াই করে বার্ষিক ১৫,০০০ মেঃটন চিনি উৎপাদন করার ক্ষমতা রয়েছে। মিলটির কোন পরীক্ষামূলক খামার না থাকায় আখের উন্নত জাতের বীজ উৎপাদন ও চাষীদের মধ্যে সরবরাহ করতে না পারায় চাষীরা আখচাষে নিরুৎসাহিত হয়ে পড়ছেন। ফলে চাষীরা মিলটিতে চাহিদা অনুযায়ী আখ সরবরাহ করতে পারছেন না।

এছাড়া মিলটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বহুমুখী উৎপাদনের ব্যবস্থা গ্রহনের দাবি রয়েছে। পর্যাপ্ত জমি না থাকায় মিলের জুস প্লান্ট, মিনারেল ওয়াটার, কো-জেনারেশন প্লান্ট, রিফাইন্ড সুগার, বায়োগ্যাস ও বায়োফার্টিলাইজার প্লান্ট ইত্যাদি প্রকল্প স্থাপন করে উৎপাদন বহুমুখীকরণ সম্ভব হচ্ছে না। জানা যায়, বর্তমানে এই মিলে মোট ৬০ একর জমি রয়েছে। যারমধ্যে ১৫ একর লেগুন ও রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এছাড়া অবশিষ্ট ৪৫ একর জমিতে আবাসিক স্থাপনাসহ অন্যান্য স্থাপনা রয়েছে। বহুমুখী উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার জন্য পাবনা সুগার মিলের আরও জমির প্রয়োজন। মিলের সামনে উত্তর পার্শ্বের হাইওয়ে রাস্তা পর্যন্ত প্রায় ২৭.৪৮ একর জমি রয়েছে। এই জমি অধিগ্রহণ করে উল্লেখিত বহুমুখী উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে মিলে কর্মরত কর্মকর্তারা এবং শ্রমিকরা অভিমত পোষণ করেছেন। কিন্তুু মিলের সীমানা প্রাচীর থেকে পূর্বাংশে ইতোমধ্যে নিটল-টাটা গ্রুপ স্থাপনা তৈরীর উদ্যোগ গ্রহণ করেছে।

ফলশ্রুতিতে পাবনা চিনিকল লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে বিরূপ প্রভাব পড়বে বলে মিল কর্তৃপক্ষ এবং এলাকাবাসীরা অভিমত প্রকাশ করেছেন। এতে আখ চাষীরা আখ চাষে আরো নিরুৎসাহিত হবে। এই অবস্থায় নিটল-টাটা গ্রুপের স্থাপনা অন্যত্র সরিয়ে বর্ণিত জমি সরকারী মূল্যে পাবনা সুগার মিলের অনুকূলে অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী ও মিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test