E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে শিশু শিক্ষার্থীদের বর্ণ অংকন প্রতিযোগিতা

২০১৮ ফেব্রুয়ারি ২২ ১৮:১৬:৫৮
চাটমোহরে শিশু শিক্ষার্থীদের বর্ণ অংকন প্রতিযোগিতা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার চাটমোহর ডিএ জয়েন উদ্দিন স্কুলে শিশু শিক্ষার্থীদের বর্ণ অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বাংলা বর্নের সমন্বয়ে একুশের বর্ণ অংকনে দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

শিশু শিক্ষার্থীদের বর্ণ অংকন প্রতিযোগিতা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের ওপর ভিত্তি করে বর্ণের মধ্যে অংকন প্রতিযোগিতার আয়োজন করে ঢাকাস্থ বজ্রমুষ্ঠি ফাউন্ডেশন।

সহযোগিতায় ছিলেন দনিয়া পাঠাগার। এতে স্কুলটির প্রথম থেকে অষ্টম শ্রেণীর দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ৩জন করে সেরা নির্বাচিত করা হয়।

সেরা ২৪ শিশু শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অংকন শিক্ষক মানিক কুমার দাস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রবীণ শিক্ষক অলোক কুমার কুন্ডু, বিজয় কুমার ভৌমিক, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক খলিলুর রহমান শান্ত, সাবেক কমিশনার হাবিবুর রহমান চঞ্চল, ডিএ জয়েন উদ্দিন স্কুলের পরিচালনা পরিষদের সদস্য সৌমিত্র কর্মকার সিল্টু, প্রধান শিক্ষিকা সন্ধ্যা কিরিটী, বজ্রমুষ্টি ফাউন্ডেশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি রনি রায়, সাংগঠনিক সম্পাদক সুমিত কর্মকার প্রমুখ।

এ সময় শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

(এসএইচএম/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test