E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে দুই পা বিশিষ্ট বাছুরের জন্ম!

২০১৮ ফেব্রুয়ারি ২৬ ১৮:০৩:২০
দিনাজপুরে দুই পা বিশিষ্ট বাছুরের জন্ম!

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে দুই পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। শনিবার শতগ্রাাম ইউনিয়নের গরফতু গ্রামের ফেরিওয়ালা মো. জামাল উদ্দিনের বাসায় এ বাছুরটির জন্ম হয়।

এদিকে বাছুরটি একনজর দেখতে উৎসুক শত শত মানুষ মো. জামাল উদ্দিনের বাসায় ভিড় জমাচ্ছেন।

জামাল উদ্দিন জানান, তার একটি গাভী বাছুরের জন্ম দেয়। এসময় তারা দেখেন বাছুরটির পিছনের দুটি পা থাকলেও সামনের পা দুটি নেই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ বাছুরটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন।

এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক সাবেক মেম্বার মো. ইজার আলী ঘটনা নিশ্চিত করে জানান, বাছুরটি বর্তমানে সুস্থ আছে। এলাকার মানুষ দেখার জন্য ভিড় জমাচ্ছেন।

বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, বাছুরটি বর্তমানে সুস্থ আছে। তবে কতক্ষণ সুস্থ থাকবে তা বলা খুবই কঠিন। গাভীর জীনগত সমস্যার কারণে এ ধরনের বাছুরের জন্ম নিতে পারে।

(এসএএস/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test