E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্ধ

২০১৪ জুলাই ০৭ ১৯:০৯:৩৮
শেরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্ধ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে তিন ফার্মেসীর নিকট থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব ফার্মেসী থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্ধ করা হয়েছে।

নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শারমীন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় জামালপুর-শেরপুর অঞ্চলের ড্রাগ সুপারিনটেনডেন্ট সাখাওয়াত হোসেন রাজু আকন্দ, নালিতাবাড়ী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রুহল আমিন, আরিফ হোসেনসহ পুলিশ সদস্যরা তার সাথে ছিলেন।

ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন রাজু আকন্দ বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযানে নালিতাবাড়ীর তাড়াগঞ্জ মধ্যবাজারের তিনটি ওষুধ ফার্মেসী থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তন্মধ্যে আমদানী নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রীর অভিযোগে গৌড়হরি মেডিকেল হল মালিক পরিতোষ সাহাকে ৩০ হাজার টাকা করা হয়। লাইসেন্স ছাড়া মানুষ এবং পশুর ওষুধ একই সাথে বিক্রী এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রীর অভিযোগে আল-ফালাহ এজেন্সীর ম্যানেজার অমৃলা ভৌমিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ড্রাগ লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রী এবং নন রেজিস্টার্ড ওষুধ বিক্রীর দায়ে লাকি মেডিকেল হল মালিক রূপন সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে এসব ফার্মেসী থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধ এবং ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্ধ করা হয়। ওষুধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় মামলা দিয়ে তাৎক্ষনিক এসব জরিমানার অর্থ আদায় করা হয়।

ড্রাগ সুপার আরও জানান, এসব ফার্মেসী থেকে জব্ধকৃত বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নালিতাবাড়ী ইউএন‘র হেফাজতে রাখা হয়েছে।

(এইচবি/এটিআর/জুলাই ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test